Advertisement
দেশ

'দেশে ফেরান', কাতর আর্জি কাবুলে আটকে পড়া ভারতীয়দের

দেশে ফেরানোর আর্জি ভারতীয়দের
  • 1/7

তালিবানিদের জেরে কাবুলে ক্রমশ বাড়ছে আতঙ্ক। এই অবস্থায় সেখানে আটকে পড়া ভারতীয়রা দেশে ফিরতে মরিয়া। তাঁদের যেন দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়, এই মর্মে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানালেন তাঁরা। 

দেশে ফেরানোর আর্জি ভারতীয়দের
  • 2/7

কর্মসূত্রে কাবুলে থাকেন, এমন ভারতীয় এখনও সেই দেশে আটকে রয়েছেন। তাঁদেরই মধ্যে একজন উত্তরপ্রদেশের সুরজ। তিনি বলেন, 'আমার পরিবারের সদস্যরা বাড়িতে কাঁদছে। এখানে হেল্পলাইন নম্বরে ফোন করলেও কোনও সাহায্য পাওয়া যাচ্ছে না। আমি ভীত। যে কোনও সময় খারাপ কিছু একটা ঘটে যেতে পারে। সেই কারণে আমাদের ফেরানোর ব্যবস্থা করার আর্জি জানাচ্ছি।' 

দেশে ফেরানোর আর্জি ভারতীয়দের
  • 3/7

সুরজের মা, স্ত্রী ও সন্তান উত্তরপ্রদেশেই থাকে। আফগানিস্তানের অবস্থা দেখে তাঁদের রাতের ঘুম উড়ছে। তাঁরা এখন চাইছেন, যে কোনও মূল্যে তাঁদের পরিবারের সদস্যদের যেন দেশে ফেরানোর ব্যবস্থা করে মোদী সরকার। 

Advertisement
দেশে ফেরানোর আর্জি ভারতীয়দের
  • 4/7

কাবুলে আটকে পড়া ভারতীয়দের নিয়ে ওয়াকিবহাল বিদেশমন্ত্রক। তাদের তরফে স্বীকার করে নেওয়া হয়েছে, আফকগানিস্তানের পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। বিদেশমন্ত্রক মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, কাবুল থেকে ভারতীয়দের ফেরাতে তাঁরা বদ্ধপরিকর। 

দেশে ফেরানোর আর্জি ভারতীয়দের
  • 5/7

অরিন্দম বাগচী আরও জানিয়েছেন, আফগানিস্তানে থাকা হিন্দু ও শিখচদের সঙ্গে অবিরাম যোগাযোগ রেখে চলেছেন তাঁরা। চালু করা হয়েছে হেল্প লাইন নম্বরও। যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের সেই দেশ থেকে বের করে আনা হবে বলেও প্রতিশ্রুতি দেন ওই আধিকারিক। 

দেশে ফেরানোর আর্জি ভারতীয়দের
  • 6/7

প্রসঙ্গত, সোমবারই কাবুল বিমানবন্দরের ভয়ঙ্কর ছবি সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে, দেশ থেকে পালিয়ে আসতে কোনওরকমে বিমান ধরার চেষ্টা করছেন অনেকে। কেউ কেউ আবার বিমানের চাকার উপরেও চেপে বসছেন। 

দেশে ফেরানোর আর্জি ভারতীয়দের
  • 7/7

আর সেই যাত্রীবাহি বিমানকে তাড়া করে জঙ্গিরা। এরইমধ্যে স্বস্তির খবর, কাবুল থেকে ১৫০ ভারতীয়কে নিয়ে দেশে ফেরে বিমান। ভারতের রাষ্ট্রদূতও ফিরেছেন। 

Advertisement