Advertisement
দেশ

Kedarnath Yatra : শুক্রবার থেকে শুরু কেদারনাথ দর্শন, ভিড় শুরু ভক্তদের; দেখুন PHOTOS

  • 1/10

২ মে, শুক্রবার থেকে শুরু কেদারনাথ যাত্রা। এদিনই খুলে যাবে কেদারনাথ মন্দিরের দরজা। বদ্রীনাথ মন্দির খুলবে আগামী ৪ মে।

  • 2/10

প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক কেদারনাথ ধাম যাত্রা করেন। এবারও তার ব্যতিক্রম হবে না। ইতিমধ্যেই কেদারনাথে পৌঁছেছেন অনেক ভক্ত। 

  • 3/10

ইতিমধ্যেই যাত্রীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে এবং যাত্রা শুরুর আগে অবশ্যই রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে অনুরোধ করা হয়েছে। 

Advertisement
  • 4/10

এবছর দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে টোকেন পদ্ধতি চালু করা হয়েছে। সেই টোকেনের লাইনে ভিড় জমাচ্ছেন আগতরা। 

  • 5/10

জানা গেছে, সঙ্গমে ১০ টি কাউন্টার থেকে টোকেন বিলি করা হবে। সেই টোকেনেই লেখা থাকবে কোন সময় দর্শন করা যাবে। 

  • 6/10

এই টোকেন ব্যবস্থার ফলে এক ঘণ্টায় কমবেশি ১৪০০ জন দেবতার দর্শন করতে পারবেন। 

  • 7/10

এই টোকেন সিস্টেম চালু হওয়ার কারণে ভক্তদের আর ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। নির্দিষ্ট টাইম অনুযায়ী মন্দিরের কাছে গেলেই হবে।  
 

Advertisement
  • 8/10

মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম হল কেদারনাথ ধাম। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫৮৪ মিটার উঁচুতে অবস্থিত কেদারনাথ মন্দিরের চারপাশে বরফে ঢাকা পর্বতশ্রেণী।

  • 9/10

শীতকালে এই মন্দির বন্ধ থাকে। তখন শিবলিঙ্গকে নীচে উখিমঠের ওমকারেশ্বর মন্দিরে নামিয়ে আনা হয়। সেখানেই আরাধনা হয় দেবতার। 

  • 10/10

কেদারনাথ ভগবান শিবের একটি বিখ্যাত মন্দির। উত্তরাখণ্ডে অবস্থিত এই মন্দির ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। শিবকে কেদারনাথ নামে পূজা করা হয়।

Advertisement