ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় ৫০ টাকা বাড়ল ভর্তুকীহীন গ্যাসের সিলিন্ডারের দাম। এই নিয়ে চলতি মাসে দ্বিতীয় বাড় রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলি দাম বাড়াল রান্নার গ্যাসের।
১৪.২ কিলো গার্হস্থ্য ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। বকলকাতায় গার্হস্থ্য ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৭৪৫ টাকা ৫০ পয়সা। তা বেড়ে হয়েছে ৭৯৫ টাকা ৫০ পয়সা।
এরআগে ফেব্রুয়ারিতেই ভর্তুকিহীন গ্যাসের দাম বেড়েছিল ২৫ টাকা। ৪ ফেব্রুয়ারি রান্নার গ্যাসের দাম বাড়ান হয়েছিল।
ফলে, চলতি মাসে এখনও পর্যন্ত মোট দাম বাড়ল ৭৫ টাকা। এর আগে গত ডিসেম্বর মাসে দু’দফায় সিলিন্ডারের দাম মোট ১০০ টাকা বেড়েছিল।
রবিবারই রান্নার গ্যাসের দাম বৃদ্ধির কথা জানানো হয়েছিল। দিল্লিতে মধ্যরাত থেকেই বেড়েছে রান্নার গ্যাসের দাম। কলকাতা সহ অন্যান্য শহরে সকাল থেকে দাম বাড়ে। গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পর পর চার বার রান্নার গ্যাসের দাম বেড়েছে।
দাম বেড়েছে পেট্রোল ডিজেলেরও। শহরে পেট্রোলের দাম ৯০ টাকা পেরিয়ে গিয়েছে। আজ কলকাতায় পেট্রোলের দাম বাড়ল লিটারপ্রতি ২৪ পয়সা। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম হল লিটারে ৯০ টাকা ২৫ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ২৯ পয়সা। ফলে কলকাতায় লিটারে ডিজেলের দাম বেড়ে হল ৮২ টাকা ৯৪ পয়সা।
এই নিয়ে টানা ৭ দিন কলকাতা সহ মেট্রো শহরগুলিতে জ্বালানির দাম বাড়ল। রবিবারই ৯০ টাকা ছাড়ায় পেট্রোলের দাম। গতকাল পেট্রোলের দাম ছিল লিটারে ৯০ টাকা ১ পয়সা। আর ডিজেলের দাম ছিল ৮২ টাকা ৬৫ পয়সা। এই নিয়ে এক মাসে ৯ বার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের।
একদিকে রান্নার গ্যাস ও অন্যদিকে জ্বালানি তেলের দাম বাড়ায় মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। জ্বালানির দাম বাড়ার ফলে সব জিনিসের দাম বাড়বে বলে আশঙ্কা করেছেন সাধারণ মানুষ। লাগাতার পেট্রোল ডিজেলের দাম চাপ বাড়ছে গণপরিবহণ ব্যবস্থা গুলিরও। ভাড়া বাড়ানোর দাবিতে সরব হয়েছে বাস-ট্যাক্সি সংগঠনগুলি। সব দিক থেকে চাপ বাড়ছে সাধারণ মানুষের।