scorecardresearch
 
Advertisement
দেশ

Female Politicians In India : বিশ্ব নারী দিবসে দেশের সর্বকালের সেরা ৮ রাজনৈতিক নেত্রীর ২-৪ কথা

দেশের সর্বকালের সেরা মহিলা নেত্রীরা
  • 1/9

ভারতবর্ষের রাজনীতিতে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে মহিলাদের। কেন্দ্র হোক বা বিভিন্ন রাজ্য, অনেক সময়ই রাজনীতির শীর্ষে আসীন হয়েছেন মহিলারা। আর শুধু তাই নয়, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রীও হতে দেখা গিয়েছে মহিলাদের। চলুন জেনে নেওয়া যাক, ভারতের সর্বকালের সেরা এমনই কয়েকজন মহিলা রাজনৈতিক ব্যক্তিত্বের কিছু কথা। 
 

ইন্দিরা গান্ধী
  • 2/9

ইন্দিরা গান্ধী - স্বাধীন ভারতের ইতিহাসে ইন্দিরা গান্ধীই একমাত্র মহিলা যিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। আর শুধু একবার নয়, একাধিকবার দেশ তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছে। নিজের শাসনকালে জরুরি অবস্থা ঘোষণা, পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে তৎকালীন পূর্ব পাকিস্তানকে সাহায্য করা বা অপারেশান ব্লু স্টারের মতো সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর নিজের দেহরক্ষীর গুলিতেই নিহত হন ইন্দিরা গান্ধী। 
 

সোনিয়া গান্ধী
  • 3/9

সোনিয়া গান্ধী - জন্ম ইতালিতে। পরবর্তী সময় ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধীকে বিয়ে করে ভারতে আসেন সোনিয়া গান্ধী। তবে তাঁর রাজনীতিতে যোগ অবশ্য অনেক পরে। রাজীব গান্ধীর হত্যার পর কংগ্রেস নেতা কর্মীদের বহু অনুরোধে ১৯৯৭ সালে রাজনীতিতে পা রাখতে রাজি হন সোনিয়া গান্ধী। তাঁরই নেতৃত্বে ২০০৪ সালে কেন্দ্রে ফের ক্ষমতায় আসে কংগ্রেস। ২০০৯ সালে কংগ্রেসের আরও একবার ক্ষমতা দখলের নেপথ্যেও প্রধান কাণ্ডারী ছিলেন তিনিই। 

আরও পড়ুনপুঁজি ছাড়াই ৩০ কোটি টাকা রোজগার ১২ বছরের কিশোরের, কীভাবে?

Advertisement
প্রিয়াঙ্কা গান্ধী
  • 4/9

প্রিয়াঙ্কা গান্ধী - গান্ধী পরিবারের আরও এক মহিলা রাজনীতিক প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেসের অনেক নেতাই তাঁকে ইন্দিরা গান্ধীর যোগ্য উত্তরসূরী হিসেবে মনে করেন। ২০১৯ সালে পাকাপাকিভেবে রাজনীতিতে প্রবেশ করেন প্রিয়াঙ্কা। এই বছর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন তাঁর নেতৃত্বেই লড়েছে কংগ্রেস। 
 

মমতা বন্দ্যোপাধ্যায়
  • 5/9

মমতা বন্দ্যোপাধ্যায় - এই মুহূর্তে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মহিলা রাজনৈতিক ব্যক্তিত্ব হলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্রজীবনেই পা রাখেন রাজনীতির ময়দানে। দীর্ঘদিন ছিলেন কংগ্রেসে। তাঁর নেতৃত্বেই সংগঠিত হয় ১৯৯৩ সালের ২১শে জুলাইয়ের কর্মসূচি। যেখানে পুলিশের গুলিতে মৃত্যু হয় ১৩ জনের। পরবর্তী সময় কংগ্রেস ছেড়ে বেড়িয়ে গিয়ে তৈরি করেন তৃণমূল কংগ্রেস। ২০১১ সালে দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বাংলার ক্ষমতা দখল করে তৃণমূল। মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই থেকে লাগাতার ৩ বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। এছাড়া নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 
 

জয়ললিতা
  • 6/9

জয়ললিতা - পুরো নাম জয়ললিতা জয়রাম। যদিও আম্মা নামেই তিনি বেশি পরিচিত ছিলেন। একসময় ছিলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী। পরবর্তী সময় ১৯৮২ সালে অপর এক প্রখ্যাত অভিনেতা তথা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম জি রামাচন্দ্রনের হাত ধরে রাজনীতিতে প্রবেশ জয়া আম্মার। যোগ দেন এআইএডিএমকে-তে। ১৯৮৪-৮৯ পর্যন্ত রাজ্যসভায় দলের প্রতিনিধিত্ব করেন জয়ললিতা। তারপর ১৯৮৯-তেই পা রাখেন বিধানসভায়। ১৯৯১ সালে প্রথমবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন জয়ললিতা। তিনি ছিলেন সেরাজ্যের কনিষ্ঠ মুখ্যমন্ত্রী। সেই শুরু, তারপর থেকে একাধিকবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন জয়ললিতা। তবে দীর্ঘ রোগভোগের পর ২০১৬ সালের ৫ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জয়া আম্মা। 
 

মায়াবতী
  • 7/9

মায়াবতী - ভারতীয় রাজনীতির আরও এক পরিচিত মহিলা মুখ বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। রাজনীতির ময়দানে বহেনজি নামেও তিনি পরিচিত। নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন মায়াবতি। এছাড়া সংসদেরও সদস্য হয়েছেন তিনি। 
 

Advertisement
সুষমা স্বরাজ
  • 8/9

সুষমা স্বরাজ - জাতীয় রাজনীতির অন্যতম পরিচিত মুখ ছিলেন বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। অটল বিহারী বাজপেয়ীর সরকারে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি। সামলেছেন স্বাস্থ্য ও সংসদ বিষয়ক মন্ত্রক। পরবর্তী সময়ে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় বিদেশমন্ত্রকের দায়িত্বও সামলেছেন সুষমা স্বরাজ। এছাড়া বেশকয়েকবার রাজ্যসভার সদস্যও হয়েছেন তিনি। দক্ষতার সঙ্গে সামলেছেন লোকসভার বিরোধী দলনেত্রীর পদও। ২০১৯ সালে ৬ অগাস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই রাজনীতিক। 

বৃন্দা কারাত
  • 9/9

বৃন্দা কারাত - দেশের অন্যতম এক প্রথম সারির বাম নেত্রী বৃন্দা কারাত। ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সদস্য তিনি। ২০০৫ সালের পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্যও হন বৃন্দা কারাত।  

Advertisement