Advertisement
দেশ

Coronavirus Omicron cases: Omicron থেকে বাঁচতে কী কী করবেন? জানিয়ে দিলেন বিশেষজ্ঞরা

Omicron থেকে বাঁচতে কী কী করবেন?
  • 1/9

Coronavirus Omicron cases: Corona ভাজইরাসের নতুন ভ্যারিয়ান্ট দেশে ছড়াতে শুরু করেছে। একাধিক রাজ্যে বেশ কয়েকজন ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন। 

Omicron থেকে বাঁচতে কী কী করবেন?
  • 2/9

৫ রাজ্যে ২০ জনেরও বেশি আক্রান্ত। এই ভ্যারিয়ান্ট কতটা মারাত্মক? এর প্রভাব কতটা পড়তে পারে গ্রামে বা শহরে? এই প্রশ্ন এখন সাধারণ মানুষের মনে। 
 

Omicron থেকে বাঁচতে কী কী করবেন?
  • 3/9

আমেরিকার মহামারি বিশেষজ্ঞ Dr Anthony Fauci জানিয়েছেন, তাঁর প্রাথমিকভাবে মনে হয়েছিল এই ভাইরাস খুব মারাত্মক। তবে এখন এর গতিপ্রকৃতি দেখে তাঁর মনে হচ্ছে, এই ভ্যারিয়ান্ট করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের থেকে কম ক্ষতিকারক। 
 

Advertisement
Omicron থেকে বাঁচতে কী কী করবেন?
  • 4/9

ওই বিশেষজ্ঞ আরও জানিয়েছেন, তবে এখনই কোনও সিদ্ধান্তে আসা ঠিক হবে না। আরও কিছুদিন অপেক্ষা করলে তবেই জানা সম্ভব হবে এই প্রকৃতি ও রূপ। 

Omicron থেকে বাঁচতে কী কী করবেন?
  • 5/9

তবে বিশেষজ্ঞদের মতে, এখনই ওমিক্রন অতটা মারাত্মক আকার না নিলেও সাবধান থাকতেই হবে। তাছাড়া শিশুদের মধ্যে সংক্রমণ বাড়ার বিষয়টিও ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। 

Omicron থেকে বাঁচতে কী কী করবেন?
  • 6/9

তবে বিশেষজ্ঞদের মতে, এখনই ওমিক্রন অতটা মারাত্মক আকার না নিলেও সাবধান থাকতেই হবে। তাছাড়া শিশুদের মধ্যে সংক্রমণ বাড়ার বিষয়টিও ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। 

Omicron থেকে বাঁচতে কী কী করবেন?
  • 7/9

এর মধ্যেই IIT কানপুরের প্রফেসর মনিন্দর আগরওয়াল আশঙ্কা ব্যক্ত করেছেন, এই ওমিক্রমনের জেরেই চলতি বছরের শেষের দিক থেকে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে শিখরে উঠতে পারে সংক্রমণ। 
 

Advertisement
Omicron থেকে বাঁচতে কী কী করবেন?
  • 8/9

বিশেষজ্ঞরা এও জানাচ্ছেন, যাঁরা দুটি করে করোনার টিকা নিয়েছেন, তাঁরাও আক্রান্ত হচ্ছেন। সেই কারণে সতর্ক থাকা আবশ্যক। 
 

Omicron থেকে বাঁচতে কী কী করবেন?
  • 9/9

আবার CSIR-এর বিজ্ঞানী রাকেশ মিশ্রের মতে, করোনার দ্বিতীয় ঢেউয়ের পর দেশজুড়ে ভ্যাকসিনেশন হয়েছে। তাই ওমিক্রমনের প্রভাব অতটা পড়বে না। তবে সতর্ক থাকতেই হবে। 

Advertisement