scorecardresearch
 
Advertisement
দেশ

অসমে জনতা-পুলিশ সংঘর্ষ, কমপক্ষে ২ জনের মৃত্যু, আহত বেশকয়েকজন পুলিশ

জনতা-পুলিশ সংঘর্ষ
  • 1/9

পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল অসমের দারং জেলার ধোলপুর গোরুখুটি এলাকা। সংঘর্ষে কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে। আহত ৯ পুলিশ কর্মী সহ বেশকয়েকজন। 
 

জনতা-পুলিশ সংঘর্ষ
  • 2/9

জানা গিয়েছে, রাজ্যের কৃষি প্রকল্পের জমি থেকে জবরদখলকারী হঠানোর জন্য পুলিশ এলাকায় পৌঁছলে শুরু হয় সংঘর্ষ। 
 

জনতা-পুলিশ সংঘর্ষ
  • 3/9

এর আগে ওই জমিকে দখলমুক্ত করে সেটি কৃষি প্রকল্পে ব্যবহারের সিদ্ধান্ত নেয় অসম সরকার। 
 

Advertisement
জনতা-পুলিশ সংঘর্ষ
  • 4/9

গত সোমবারও ওই এলাকা দখলমুক্ত করার জন্য অভিযান চালায় পুলিশ। অভিযোগ, তাতে গৃহহীন হয়ে পড়ে ৮০০-র বেশি পরিবার। 
 

জনতা-পুলিশ সংঘর্ষ
  • 5/9

ইতিমধ্যে মোট সাড়ে চার হাজার বিঘা জমি খালি করানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছিলেন জবরদখলকারীরা। প্রসঙ্গত ওই এলাকায় বেশিরভাগ পূর্ববঙ্গ থকে আগত মুসলমান সম্প্রদায়ের মানুষের বাস। 

জনতা-পুলিশ সংঘর্ষ
  • 6/9

জমি দখলমুক্ত করার প্রক্রিয়া গত জুন মাসে শুরু হয়। তারপর একটি কমিটি এলাকা পরিদর্শন করে। 

জনতা-পুলিশ সংঘর্ষ
  • 7/9

ওই কমিটি জানাচ্ছে, অভিযানে ৪৯টি মুসলিম পরিবার ও একটি হিন্দু পরিবারকে উচ্ছেদ করা হয়। এরপর স্থানীয় সংবাদপত্রের তরফে লেখা হয় যে, 'প্রাগৈতিহাসিক' শিব মন্দিরের সঙ্গে যুক্ত ১২০ বিধা জমি দখলকারীদের কাছ থেকে মুক্ত করার 'অনুমোদন' দেওয়া হয়েছে। 

Advertisement
জনতা-পুলিশ সংঘর্ষ
  • 8/9

স্থানীয় কিছু মানুষ একটি সংবাদ সংস্থাকে জানিয়েছে, উচ্ছেদ করা পরিবারের সংখ্যা ৯০০-র বেশি। ওই পরিবারগুলিতে সবমিলিয়ে প্রায় ২০ হাজার মানুষ বসবাস করতেন। 
 

জনতা-পুলিশ সংঘর্ষ
  • 9/9

গত ৭ জুন প্রথমবার জমি দখলমুক্ত করার অভিযান চালায় জেলা প্রশাসন। এর একদিন পর এলাকা পরিদর্শন করে পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 

Advertisement