বিমান যাত্রীদের জন্য সুখবর। এবার থেকে আর সপ্তাহে তিন দিন নয়, এখন থেকে রোজই দিল্লি-কলকাতা সরাসরি উড়ান পরিষেবা মিলবে।
কলকাতা থেকে বিমান চলাচলে কড়াকড়ি কিছুটা শিথিল হল। ইতিমধ্যে মিলেছে পশ্চিমবঙ্গ সরকারের গ্রিন সিগন্যাল।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে দুই মেট্রো শহরের মধ্যে এতদিন সপ্তাহে ৩ দিন বিমান চলাচল করছিল।
যে সব শহরগুলিতে সংক্রমণের তীব্রতা বেশি সেখান থেকে কলকাতায় যাতে খুব বেশি যাত্রী না আসতে পারেন, তার জন্য এই ব্যবস্থা নিয়েছিল নবান্ন।
দিল্লি ছাড়াও কোভিড ১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেশি, এমন ৫টি শহরের সঙ্গে কলকাতার সরাসরি উড়ান গত ৪ জুলাই থেকে বন্ধ করে দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার।
পরে এই কড়াকড়ি একটু শিথিল করে ১ সেপ্টেম্বর থেকে ৬টি শহরের সঙ্গে কলকাতা্য় সপ্তাহে ৩টি সরাসরি উড়ান চালানো শুরু হয়। সপ্তাহের বাকি দিনগুলিতে যাত্রীদের কানেক্টিং ফ্লাইট ধরে গন্তব্যগুলোতে যেতে হত।
এ বার দিল্লির সঙ্গে কলকাতার প্রাত্যহিক সরাসরি উড়ান চালু হয়ে গেল। তবে কলকাতা থেকে বাকি পাঁচটি শহর তথা মুম্বই, চেন্নাই, অহমেদাবাদ, পুনে এবং নাসিকের উড়ান সপ্তাহের বাছাই করা দিনগুলিতে চলবে।
করোনার কারণে বিমান পরিষেবা নিয়ন্ত্রিত হওয়ায় যাত্রীরা সমস্যা পড়েছিলেন। এ বার রাজধানীতে যাওয়ার নিয়মিত উড়ান চালু হওয়ায় দুর্ভোগ কমবে বলে মনে করছেন তাঁরা। তবে বিমান চড়তে হলে করোনার নিয়মবিধি মানতেই হবে। বিমানবন্দরেও কোভিড-১৯ প্রোটোকল মেনে চলতে হবে।
কোভিড পরিস্থিতির জেরে যখন দেশে লকডাউন ঘোষিত হয়েছিল তখন রেল-বিমান সমস্ত পরিষেবাতেই নিয়ন্ত্রণ এসেছিল। এখন আগের চেয়ে কোভিড পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। ফলে পরিবহণের সমস্ত দিকগুলিই ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে।