scorecardresearch
 

5 State Election Result : আজ ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল, তাকিয়ে গোটা দেশ

৫ রাজ্যের নির্বাচনে উত্তরপ্রদেশের ফলাফলের (Uttar Pradesh Election Result) দিকে সবচেয়ে বেশি নজর রয়েছে রাজনৈতিকমহলের। সেক্ষেত্রে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরৎ সমীক্ষা বলছে ফের একবার উত্তরপ্রদেশে সরকার করতে চলেছে বিজেপি ও তার সহযোগী দলগুলি।

Advertisement
বৃহস্পতিবার ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল বৃহস্পতিবার ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল
হাইলাইটস
  • আর কয়েকঘণ্টা পরেই ৫ রাজ্যের ভোটের ফলাফল
  • প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস
  • বিশেষ নজর উত্তরপ্রদেশে

বৃহস্পতিবার দেশের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা (5 State Election Result)। রেজাল্ট ঘোষণা হবে উত্তরপ্রদেশ, গোয়া, পঞ্জাব, উত্তরাখণ্ড ও মণিপুরে। এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য বিষয় হল, এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে তৃণমূল কংগ্রেস। সেই দিক থেকে দেখতে গেলে এই নির্বাচনে তৃণমূলের ঝুলিতে কোনও আসন আসে কিনা সেদিকেও নজর থাকবে রাজনৈতিক বিশেষজ্ঞদের। 

৫ রাজ্যের নির্বাচনে উত্তরপ্রদেশের ফলাফলের (Uttar Pradesh Election Result) দিকে সবচেয়ে বেশি নজর রয়েছে রাজনৈতিকমহলের। সেক্ষেত্রে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরৎ সমীক্ষা বলছে ফের একবার উত্তরপ্রদেশে সরকার করতে চলেছে বিজেপি ও তার সহযোগী দলগুলি। এক্সিট পোল অনুযায়ী এবারের নির্বাচনে উত্তরপ্রদেশে ৪০৩টি আসনের মধ্যে বিজেপি ও তার সহযোগী দলগুলির ঝুলিতে যেতে পারে ২৮৮ থেকে ৩২৬টি আসন। সেক্ষেত্রে ৭১ থেকে ১০১টি আসন যেতে পারে সমাজবাদী পার্টির দখলে। কংগ্রেস পেতে পারে ১ থেকে ৩টি আসন। বাকি ২ থেকে ৩টি আসন যেতে পারে অন্যান্যদের দখলে। 

বুথ ফেরৎ সমীক্ষা বলছে এবারে গোয়াতে (Goa Election Result 2022) হাডডাহাড্ডি লড়াই হতে চলেছে কংগ্রেস ও বিজেপির মধ্যে। সেক্ষেত্রে ৪০টি আসনের মধ্যে ১৫ থেকে ২০টি পেতে পারে কংগ্রেস। বিজেপি পেতে পারে ১৪ থেকে ১৮টি আসন। ২ থেকে ৫টি আসন পেতে পারে মহারাষ্ট্র গোমন্তক পার্টি বা এমজিপি ও তার সহযোগী দলগুলি। প্রসঙ্গত এই এমজিপি-র সঙ্গেই এবার জোট বেঁধে নির্বাচনী লড়াইতে নেমেছে তৃণমূল কংগ্রেস। আর ০ থেকে ৪টি আসন পেতে পারে অন্যান্যরা। 

পঞ্জাবে (Punjab Election Result 2022) চমকে দেওয়া ফলাফলের ইঙ্গিত দিচ্ছে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরৎ সমীক্ষা। এক্সিট পোল বলছে, এবার পঞ্জাবে সরকার গড়তে পারে আম আদমি পার্টি। সেক্ষেত্রে মোট ১১৭টি আসনের মধে আপের ঝুলিতে যেতে পারে ৭৬ থেকে ৯০টি। কংগ্রেস পেতে পারে ১৯ থেকে ৩১টি আসন। ৭ থেকে ১১টি আসন যেতে পারে অকালিদলের দখলে। আর ১ থেকে ৪টি আসন পেতে পারে বিজেপি। 

Advertisement

উত্তরাখণ্ডে (Uttarakhand Election Result 2022) অবশ্য বিজেপির সরকার গড়ারই ইঙ্গিত দিচ্ছে এক্সিট পোল। সেরাজ্যে মোট আসন ৭০। তারমধ্যে বিজেপির দখলে যেতে পারে ৩৬ থেকে ৪৬টি। ২০ থেকে ৩০টি আসন পেতে পারে কংগ্রেস। বিএসপি পেতে পারে ২ থেকে ৪টি আসন এবং ২ থেকে ৫টি আসন পেতে পারে অন্যান্যরা। অন্যদিকে মণিপুরেও বিজেপিই সরকার গড়তে পারে বলে সমীক্ষার ইঙ্গিত। মণিপুরে (Manipur Election Result 2022) মোট আসন ৬০। তারমধ্যে বিজেপির দখলে যেতে পারে ৩৩ থেকে ৪৩টি আসন। ৪ থেকে ৮টি আসন পেতে পারে কংগ্রেস। আর এনপিপি ও এনপিএফ পেতে পারে ৮টি করে আসন। এছাড়া ২ থেকে ৭টি আসন যেতে পারে অন্যান্যদের দখলেও। যদিও বুথ ফেরৎ সমীক্ষা আদও মিলল কিনা তা জানতে আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা।  
 

আরও পড়ুনপুঁজি ছাড়াই ৩০ কোটি টাকা রোজগার ১২ বছরের কিশোরের, কীভাবে?

 

Advertisement