Aero India 2023: যেন 'বজরংবলী'! স্পেশাল জ্যাকেট পরলেই আকাশে উড়বে ভারতীয় সেনা

পাঁচ দিনের অ্যারো ইন্ডিয়া শো চলছে বেঙ্গালুরুতে। Aero India ২০২৩-এ, দেশের তিন বাহিনীর জন্যই নতুন প্রযুক্তির ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে জেটপ্যাক স্যুটই থাকছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। এটি এমন একটি স্যুট, যেটি পরলে একজন মানুষ উড়তে পারে।

Advertisement
যেন 'বজরংবলী'! স্পেশাল জ্যাকেট পরলেই আকাশে উড়বে ভারতীয় সেনাফাইল ছবি।
হাইলাইটস
  • পাঁচ দিনের অ্যারো ইন্ডিয়া শো চলছে বেঙ্গালুরুতে।
  • Aero India ২০২৩-এ, দেশের তিন বাহিনীর জন্যই নতুন প্রযুক্তির ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

পাঁচ দিনের অ্যারো ইন্ডিয়া শো চলছে বেঙ্গালুরুতে। Aero India ২০২৩-এ, দেশের তিন বাহিনীর জন্যই নতুন প্রযুক্তির ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে জেটপ্যাক স্যুটই থাকছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। এটি এমন একটি স্যুট, যেটি পরলে একজন মানুষ উড়তে পারে। এই গ্যাস টারবাইন ইঞ্জিন চালিত স্যুট পরে সৈন্যরা বাতাসে ১০ থেকে ১৫ মিটার উড়তে সক্ষম হবে।

যে কোনও ঋতুতেই এই স্যুট কাজ করবে। ভারতীয় সৈন্যরা জেটপ্যাক স্যুট দিয়ে অবিলম্বে উড়তে সক্ষম হবে এবং শত্রুকে উপযুক্ত জবাব দিতে পারবে। এই স্যুটের ওজন ৪০ কেজি পর্যন্ত হবে। ব্যবস্থাটি এমনভাবে করা হয়েছে যে, সৈন্যরা যখন খুশি উড়তে এবং অবতরণ করতে পারে। জেটপ্যাক স্যুট পরে সৈন্যরা ঘণ্টায় ৫০ কিমি বেগে বাতাসে উড়তে পারে, তাও আট মিনিটের জন্য। এই স্যুট যেকোনও আবহাওয়ায় কাজ করতে থাকবে। 

স্যুটটি গ্যাস বা তরল জ্বালানীতে চলে। এটিতে মূলত একটি টারবাইন ইঞ্জিন রয়েছে। এর নিয়ন্ত্রণ শুধু হাতে। এটি পরে, সৈন্যরা ১০ থেকে ১৫ মিটার উচ্চতা পর্যন্ত বাতাসে উড়তে পারে। জেটপ্যাক স্যুটের মাধ্যমে সীমান্ত পর্যবেক্ষণ, পাহাড়-জঙ্গলে নজরদারি করা সহজ হবে। তবে ওড়া অবস্থায় হামলা করা যায় না। তাই উড়তে উড়তে যাতে সেনারা আক্রমণও করতে পারে, সেই ভাবনা-চিন্তা করা হচ্ছে। 

ভারতীয় সেনা কে এবার শীঘ্রই জেটপ্যাক স্যুটে উড়তে দেখা যাবে। এই স্যুট পরে জওয়ানরা জেট প্লেনের মতো হাওয়ায় উড়তে পারবে। এর সুবিধা অনেক। তবে এই স্যুট নিয়ে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা ফাস্টট্র্যাক প্রকিওরমেন্টের অধীনে ৪৮টি জেটপ্যাক স্যুট কিনতে চায়।এর শর্ত হল জেটপ্যাকের ওজন ৪০ কেজির কম হতে হবে। কিন্তু এটি তার ওজনের দ্বিগুণ অর্থাৎ ৮০ কেজি ওজনের মানুষের সঙ্গেই উড়তে পারবে।

অন্তত আট মিনিট উড়তে পারা যাবে এই স্যুটে। এছাড়াও, জেটপ্যাক প্রস্তুতকারক সংস্থাকে খেয়াল রাখতে হবে ৬০ শতাংশ দেশে তৈরি হতে হবে।বাজারে এই স্যুটের দাম তিন থেকে চার কোটি টাকা বলে জানা গেছে। কিন্তু সেনাবাহিনী এই জেটপ্যাক স্যুট কী দামে কিনবে তা প্রকাশ করা হয়নি। 

Advertisement

আরও পড়ুন-ডাক্তার নন, কঠিন অপারেশন এবার দেশীয় রোবটই করবে, কীভাবে? রইল


 

POST A COMMENT
Advertisement