ধরুন আপনি হাসপাতালে ভর্তি হয়েছেন। আপনার অস্ত্রপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সেই অপারেশন করবেন রক্ত মাংসের কোনও সার্জেন নন, একটা রোবোট। এপর্যন্ত শুনে অবাক লাগছে ? অবাক লাগলেও এটাই বাস্তব হচ্ছে ভারতে। দেশের বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যেই কাজ শুরু করেছে দেশে তৈরি ডাক্তার রোবোট।
এই রোবটটি তৈরি করেছে গুরুগ্রামের এসএস ইনোভেশন কোম্পানি। এর নাম দেওয়া হয়েছে 'মন্ত্র'। সংস্থাটি একটি বিবৃতি জারি করে বলেছে যে, মন্ত্র রোবটটি কোয়েম্বাটুরের একটি বেসরকারি হাসপাতালে ইনস্টল করা হয়েছে। দিল্লির রাজীব গান্ধী ক্যান্সার ইনস্টিটিউট সহ অনেক হাসপাতালে ইতিমধ্যেই এই রোবোটিক সিস্টেম ব্যবহার করা হচ্ছে। এই কোম্পানিটি ডাঃ সুধীর শ্রীবাস্তবের, যিনি নিজে একজন কার্ডিও থোরাসিক সার্জন এবং রোবোটিক সার্জারিতে বিশেষজ্ঞ।
সম্পূর্ণ দেশীয় রোবট
'মন্ত্র' রোবোটিক সিস্টেমের বিশেষ বিষয় হল এর প্রতিটি অংশ সম্পূর্ণরূপে ভারতে তৈরি করা হয়েছে। অর্থাৎ এই পুরো রোবটিক সিস্টেমটি 'দেশী'। এতে মোট চারটি ওয়ার্কিং আর্ম বসানো হয়েছে। স্টেট ওয়ার্কিং হাতে ক্যামেরা লাগানো আছে। ক্যামেরার ছবি দেখার জন্য রয়েছে এলইডি স্ক্রিন। এই পুরো সিস্টেমটি পরিচালনা করার জন্য একজন ডাক্তারের প্রয়োজন হবে। অপারেটিং সিস্টেমে একটি হ্যান্ড ব্রেকও রয়েছে, যার মাধ্যমে সম্পূর্ণ রোবট নিয়ন্ত্রণ করা হয়। এই সিস্টেমের তিনটি অংশ আছে। প্রথমটি সার্জন কমান্ড সেন্টার, যেখান থেকে ডাক্তার অপারেশন করবেন। দ্বিতীয়টি হল- রোগীর সাইড আর্ম কার্ট, অর্থাৎ রোবট অস্ত্রোপচার করবে।
রোবট কোন সার্জারি করতে পারে?
এই রোবট ব্যবহার করে অনেক অস্ত্রোপচার করা যায়। কোম্পানির দাবি, এই রোবটটি রাজীব গান্ধী ক্যান্সার ইনস্টিটিউটে ২৫ ধরনের সার্জারি করে। এর মাধ্যমে ইউরোলজি ক্যান্সার, গাইনোকোলজিক্যাল ক্যান্সার, গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল ক্যান্সার সার্জারি করা যায়। এছাড়া কার্ডিও-থোরাসিক সার্জারিও করা যেতে পারে।
বিশেষত্ব
এই রোবোটিক সিস্টেমটি সবচেয়ে সস্তা বলে দাবি করা হচ্ছে। এর ইউনিট খরচ ৪ থেকে ৫ কোটি টাকা। যেখানে গ্লোবাল সার্জিক্যাল রোবোটিক সিস্টেমের গড় খরচ ১৫ থেকে ১৭ কোটি টাকা। এছাড়াও একটি বিশেষ বিষয় রয়েছে যে এই রোবোটিক পদ্ধতিতে অস্ত্রোপচার করার সময় বড় কাটের প্রয়োজন নেই। রোবটের মাধ্যমে অস্ত্রোপচারের পর রোগীর সুস্থ হওয়ার সময়ও বেশি বলে দাবি করা হচ্ছে।
আরও পড়ুন-ফের নজির ISRO-র, ৩টি উপগ্রহ নিয়ে উড়ল সবথেকে ছোট রকেট