Rahul Gandhi on Agniveer Scheme: 'অগ্নিবীর স্কিম RSS-এর আইডিয়া,' বললেন রাহুল

অগ্নিবীর স্কিম নিয়ে গুরুতর অভিযোগ করলেন কংগ্রেস সাংসদ। বললেন, 'অগ্নিবীর অজিত ডোভাল চাপিয়ে দেওয়া স্কিম। RSS-এর আইডিয়া।'

Advertisement
'অগ্নিবীর স্কিম RSS-এর আইডিয়া,' বললেন রাহুলরাহুল গান্ধী
হাইলাইটস
  • অগ্নিবীর স্কিমে খুশি নয় যুব সমাজ 
  • অগ্নিবীর স্কিম RSS-এর আইডিয়া
  • আদানি ইস্যুতে মোদীকে টার্গেট

'ভারত জোড়ো' (Bharat Jodo) সেরে আজ অর্থাত্‍ মঙ্গলবার প্রথম সংসদে এলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। 'ভারত জোড়ো যাত্রা'-র পরে রাহুল আজ সংসদে কী বলবেন, সে দিকে তাকিয়ে ছিল জাতীয় রাজনীতি। প্রত্যাশিত ভাবেই আদানি ইস্যু, অগ্নিবীর (Agniveer Scheme) সহ একের পর এক ইস্যুতে নাম করে মোদী সরকারকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। অগ্নিবীর স্কিম নিয়ে গুরুতর অভিযোগ করলেন কংগ্রেস সাংসদ। বললেন, 'অগ্নিবীর অজিত ডোভাল চাপিয়ে দেওয়া স্কিম। RSS-এর আইডিয়া।'

অগ্নিবীর স্কিমে খুশি নয় যুব সমাজ 

এদিন রাহুল গান্ধী জানান, ভারত জোড়ো যাত্রার সময় জনগণের সঙ্গে কথা বলা ও তাঁদের সমস্যা শোনার সুযোগ হয়েছে। তাঁর কথায়, 'আপনারা সবাই অগ্নিবীর স্কিমের প্রশংসা করছেন। কিন্তু যে ছেলেগুলি ভোর ৪টেয় উঠে সেনায় চাকরির জন্য দৌড়চ্ছে, তারা এই স্কিমে একেবারেই খুশি নয়। তাঁরা বলছেন, আমাদের ৪ বছর পর সেনা থেকে বের করে দেওয়া হবে।'

আরও পড়ুন: Agniveer Recruitment Online Apply : অগ্নিবীরে মহিলাদেরও চাকরির সুবর্ণ সুযোগ, আবেদন করুন এই লিঙ্কে

অগ্নিবীর স্কিম RSS-এর আইডিয়া

রাহুলের কথায়, 'সেনার অবসরপ্রাপ্ত অফিসারর বলছেন, এই যোজনা আর্মির নয়। এই যোজনার আইডিয়া RSS-এর তরফে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রক থেকে এসেছে। সেনার উপর স্রেফ চাপিয়ে দেওয়া হয়েছে। অজিত ডোভাল চাপিয়ে দিয়েছেন।'

আরও পড়ুন: Agniveer 2023 Training: ভোর থেকে শুরু দৌড়, অগ্নিবীর হতে চান? প্রথম ব্যাচের ট্রেনিং কেমন, জানুন

আদানি ইস্যুতে মোদীকে টার্গেট

আদানি ইস্যুতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করলেন রাহুল গান্ধী। তাঁকে বলতে শোনা গেল, '২০১৪ সালের আগে গৌতম আদানি বিশ্বের ধনীদের তালিকায় ৬০৯ নম্বরে ছিলেন। কিন্তু মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পরই কী যে জাদু হল, আদানি দু’নম্বরে পৌঁছে গেলেন। আমি তো বুঝতেই পারি না, সব ব্যবসাতেই আদানি ঢুকে পড়েন কী করে? আমি সরকারের থেকে মোদr ও আদানির মধ্যে কী সম্পর্ক কী তা জানতে চাই।'

Advertisement


POST A COMMENT
Advertisement