দেশে ফের বাড়তে শুরু করেছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২,০৬৭ জন। মঙ্গলবার সংখ্যাটা ছিল ১,২৪৭ জন। অর্থাৎ ২৪ ঘণ্টায় ৬৬ শতাংশ বেড়েছে সংক্রমিতের সংখ্যা। দিল্লিতে ৪৩ শতাংশ কমেছে সংক্রমণের হার। তবে রাজধানীতে শিশুদের সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে। যা নিয়ে চিন্তিত কেজরিওয়াল সরকার।
এখন থেকেই সাবধানতা অবলম্বন করছে দিল্লির সরকার। মাস্ক পরা বাধ্যতামূলক, জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। শুধু প্রাপ্তবয়স্কদেরই নয়, শিশু, কিশোর-কিশোরীদেরও মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে দিল্লিতে। শোনা যাচ্ছে মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানাও হতে পারে।
আরও পড়ুন : কেন মাও-আতঙ্কে ভুগছেন জঙ্গলমহলের TMC নেতারা?
চিন্তায় উত্তরপ্রদেশ সরকারও। গৌতম বুদ্ধ নগর, গাজিয়াবাদ, হাপুড়, মিরাট, বুলন্দশহর, বাগপত এবং লখনউ জেলায় পাবলিক প্লেসে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্দেশ দিয়েছেন, এই জেলাগুলিতে যাঁরা টিকা থেকে বাদ পড়েছেন তাদের চিহ্নিত করে টিকা দিতে হবে। যাদের করোনার উপসর্গ রয়েছে তাদের জন্য কোভিড পরীক্ষা করাতে হবে।
বুধবার করোনার যে তথ্য এসেছে সেখানে দেখা গেছে, দিল্লিতে ৪৩ শতাংশ কমেছে সংক্রমণের হার। তবে গত ৩ দিন ধরে দিল্লিতে সংক্রমণের হার ৫ শতাংশের উপরে ছিল। তখন জানানো হয়েছিল, যদি এইভাবে সংক্রমিতের সংখ্যা বাড়তে থাকে তাহলে রেড অ্যালার্ট কার্যকর করা হবে।
বিশেষজ্ঞদের একাংশের মতে, রেড অ্যালার্ট মানে লকডাউন। তবে এবার সম্পূর্ণ লকডাউনের সম্ভাবনাও কম। কারণ সংক্রমণ বাড়লেও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা খুবই কম।
রাজধানীতে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতি নিয়ে বুধবার দিল্লি প্রশাসনের তরফে একটি বৈঠক হওয়ার কথা। তারপরই প্রয়োজনীয় পদক্ষেপ করা হতে পারে।