রাজ্যপাল পদে ইস্তফা ধনখড়ের, বাংলার দায়িত্ব সামলাবেন লা গণেশন

কেন্দ্রীয় স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গেও দেখা করেন পশ্চিমবঙ্গে সদ্য পদত্যাগী রাজ্যপাল। তাঁকে উত্তরীয় পরিয়ে অভিনন্দন জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। করান মিষ্টিমুখও। উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য সোমবারই তিনি মনোনয়ন পত্র পেশ করতে পারেন বলে জানা যাচ্ছে। 

Advertisement
রাজ্যপাল পদে ইস্তফা ধনখড়ের, বাংলার দায়িত্ব সামলাবেন লা গণেশনজগদীপ ধনখড় ও লা গণেশন (বামদিক থেকে)
হাইলাইটস
  • পদত্যাগ করলেন জগদীপ ধনখড়
  • ইস্তফা পত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি
  • পশ্চিমবঙ্গের দায়িত্ব সামলাবেন মণিপুরের রাজ্যপাল

উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর এবার পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদে ইস্তফা দিলেন জগদীপ ধনকর (Jagdeep Dhankhar)। রবিবারই রাষ্ট্রপতির কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। তাঁর পদত্যাগ পত্র গৃহিতও হয়েছে। বর্তমানে অবশ্য দিল্লিতেই রয়েছেন ধনখড়। 

অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গেও দেখা করেন পশ্চিমবঙ্গে সদ্য পদত্যাগী রাজ্যপাল। তাঁকে উত্তরীয় পরিয়ে অভিনন্দন জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। করান মিষ্টিমুখও। উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য সোমবারই তিনি মনোনয়ন পত্র পেশ করতে পারেন বলে জানা যাচ্ছে। 

ধনখড়ের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
ধনখড়ের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

শনিবার উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র প্রার্থী হিসেব জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করেন বিজেপি সভাপতি জেপি নাডডা (J P Nadda)। তাঁকে 'কৃষক-পুত্র' বলেও বর্ণনা করেন তিনি। উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে ধনখড়ের নাম ঘোষণা হওয়ার পর ট্যুইট করে তাঁকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।  

বাংলার দায়িত্ব সামলাবেন মণিপুরের রাজ্যপাল
অন্যদিকে আপাতত বাংলার রাজ্যপাল পদের দায়িত্ব দেওয়া হল মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে (La Ganesan)। অস্থায়ী রাজ্যপাল হিসাবে গণেশনের নাম ঘোষণা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মণিপুরের দায়িত্ব পালনের পাশাপাশি আপাতত বাংলার দায়িত্বভারও সামলাবেন তিনি। রবিবার রাষ্ট্রপতি ভবন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়েছে। 

আরও পড়ুনফল খেলেও বাড়তে পারে সুগার-ওজন, কখন-কীভাবে খাবেন? 

 

POST A COMMENT
Advertisement