Mahua Moitra : ১০ মিনিটে পিৎজার হোম ডেলিভারি নিয়ে সংসদে সরব হবেন মহুয়া, কেন?

ট্যুইটে মহুয়া মৈত্র (Mahua Moitra) লিখেছেন,"১০ মিনিটের ডেলিভারি নিয়ন্ত্রিত/বেআইনি করা দরকার। কোনও সভ্য সমাজই ডেলিভারি এক্সিকিউটিভদের ট্রাফিক নিয়ম ভঙ্গ করতে এবং নিজের ও অন্যের জীবনকে ঝুঁকিতে ফেলতে উৎসাহিত করতে পারে না। দ্রুত পিৎজা পাওয়ার জন্য সবকিছ। আমি এটি সংসদে উত্থাপন করতে চলেছি।"

Advertisement
১০ মিনিটে পিৎজার হোম ডেলিভারি নিয়ে সংসদে সরব হবেন মহুয়া, কেন?মহুয়া মৈত্র
হাইলাইটস
  • ১০ মিনিটে হোম ডেলিভারি পদ্ধতির বিরোধিতা
  • ট্যুইটারে সরব মহুয়া মৈত্র
  • সংসদে তুলবেন ইস্যু

পিৎজা (Pizza) তথা বিভিন্ন খাবার নামমাত্র সময়ে ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিজ্ঞাপন দেয় বিভিন্ন সংস্থা। আর সেই অল্প সময়ের মধ্যে খাবার পৌঁছতে গিয়ে কার্যত জীবনের ঝুঁকি নিয়ে স্কুটার বা বাইক চালাতে হয় ডেলিভারি বয়দের। অনেক সময় দুর্ঘটনার কবলেও পড়েন তাঁরা। তাছাড়া কখনও কখনও আবার ট্রাফিক সিগনাল লঙ্ঘনেরও অভিযোগ ওঠে। এবার এই নিয়মের বিরুদ্ধেও সরব তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। 

এক ট্যুইটে মহুয়া মৈত্র (Mahua Moitra) লিখেছেন,"১০ মিনিটের ডেলিভারি নিয়ন্ত্রিত/বেআইনি করা দরকার। কোনও সভ্য সমাজই ডেলিভারি এক্সিকিউটিভদের ট্রাফিক নিয়ম ভঙ্গ করতে এবং নিজের ও অন্যের জীবনকে ঝুঁকিতে ফেলতে উৎসাহিত করতে পারে না। দ্রুত পিৎজা পাওয়ার জন্য সবকিছ। আমি এটি সংসদে উত্থাপন করতে চলেছি।"

প্রসঙ্গত, মাস কয়েক আগে জ্যোম্যাটোর (Zomato) প্রতিষ্ঠাতা তথা সিইও দীপেন্দ্র গয়াল এটি ট্যুইটে ঘোষণা করেছিলেন যে ১০ মিনিতে খাবার ডেলিভারির পরিষেবা চালু করছে জোম্যাটো। আর সেই ট্যুইটে তিনি এও নিশ্চিত করেছিলেন যে ডেলিভারি পার্টনারদের নিরাপত্তার দিকটিও সম্পূর্ণ বজায় রাখা হবে। যদিও তা সত্ত্বেও ডেলিভারি বয়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। এমনকি দীপেন্দ্র গয়ালের ওই পোস্টকে ঘিরে সোশ্যাল মিডিয়া মিমের ঝড়ও ওঠে। এবার দেখার মহুয়া মৈত্র বিষয়টি সংসদে তুললে তা কোনদিকে মোড় নেয়।

আরও পড়ুন"এখনও জোকার-সুলভ কথা বলছে", দিলীপকে পালটা বাবুলের


 

POST A COMMENT
Advertisement