মহারাষ্ট্রে স্পিকার নির্বাচনেও ধাক্কা উদ্ধব ঠাকরের। বিধানসভার স্পিকার নির্বাচনে জয়ী হয়েছেন বিজেপি জোট প্রার্থী রাহুল নরবেকর। বিধানসভার স্পিকার নির্বাচনে জিততে ১৪৫ ভোটের প্রয়োজন ছিল। রাহুল নরবেকর এখন পর্যন্ত ১৬৪ ভোট পেয়েছেন বলে জানা যাচ্ছে।
স্পিকার নির্বাচনের জন্য রবিবার মহারাষ্ট্র বিধানসভায় ভোটাভুটি হয়। নির্বাচনে ভোটদানে বিরত থাকে সমাজবাদী পার্টি। এসবি-র ২ বিধায়ক কাউকে ভোট দেননি। আসাদউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম-এর (AIMIM) দুই বিধায়কও মহারাষ্ট্র বিধানসভার স্পিকার নির্বাচনে ভোটদানে বিরত থাকেন।
এদিনের স্পিকার নির্বাচনে বিজেপি প্রার্থী রাহুল নরবেকর পান মোট ১৬৪টি ভোট। বিরোধী মহা বিকাশ আঘাদির প্রার্থীর দখলে যায় ১০৭টি ভোট। বিরাট ব্যবধানে প্রতিদ্বন্দ্বীকে পরিজাতি করেন রাহুল নরবেকর তাঁর প্রতিপক্ষকে বিরাট ভোটের ব্যবধানে পরাজিত করেন।
নির্বাচনে জয়ী হওয়ার পর রাহুল নরবেকরকে স্পিকারের আসনে নিয়ে যান দেবেন্দ্র ফড়নাবিস-সহ অন্যান্য সিনিয়র নেতারা। সেখানে স্পিকারের আসন গ্রহণ করেন তিনি।
আরও পড়ুন - কিডনি পাথর ভেবে যন্ত্রণা, শেষ পর্যন্ত সন্তান প্রসব করলেন মহিলা
আরও পড়ুন - কর্মীর অ্যাকাউন্টে ভুল করে ঢুকল একসঙ্গে ২৮৬ মাসের মাইনে, তারপর...