মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য ২৪-এর লোকসভা নির্বাচন। তার ঠিক একবছর আগে অর্থাৎ ২৩ সালে ত্রিপুরায় বিধানসভা ভোট রয়েছে। সেই রাজ্যে ইতিমধ্যেই সংগঠন বিস্তারের কাজ শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির। সংগঠনকে মজবুত করতে এবার সেই রাজ্যে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি যাবেন আগরতলায়।
কিছুদিন আগেই আইপ্যাক কর্মীদের আগরতলার এক হোটেলে বন্দী করে রাখার অভিযোগ ওঠে ত্রিপুরা প্রশাসনের বিরুদ্ধে। তার প্রতিবাদে সেই রাজ্যে যান ব্রাত্য বসু, মলয় ঘটকের মতো রাজ্যের মন্ত্রীরা। তাঁদের তরফে অভিযোগ করা হয়, তৃণমূলকে ভয় পেয়েই অন্যায়ভাবে আইপ্যাক কর্মীদের হোটেলে বন্দী করে রাখা হয়েছে। এই ইস্যুতে এমনিতেই সরগরম ত্রিপুরার রাজনীতি। তারই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন ত্রিপুরায়।
আরও পড়ুন : চাকরির দাবিতে ব্রাত্যর বাড়ির সামনে বিক্ষোভ হবু শিক্ষকদের
সোমবার ত্রিপুরায় একাধিক কর্মসূচি রয়েছে অভিষেকের। তিনি যাবেন ত্রিপুরেশ্বরী মন্দিরে। সেখানে পুজো দেবেন। তারপর দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সবশেষে একটি সভায় বক্তব্য রাখার কথাও রয়েছে তাঁর। রাজনৈতিক মহলের একাংশের মতে, সেই সভা থেকেই ত্রিপুরার ২৩-এর বিধানসভার সুর বেঁধে দিতে চান তৃণমূলের নম্বর টু।
এই বিষয়ে তৃণমূলের রাজ্য়সভার সাংসদ শুখেন্দু শেখর রায় বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ত্রিপুরায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। এরাজ্যে একুশের নির্বাচনে আমাদের দলের ভালো ফলাফলের পর এখন অভিষেক জাতীয়স্তরে সংগঠন বৃদ্ধির কাজ শুরু করে দিয়েছেন। তারই অঙ্গ হিসেবে তিনি ত্রিপুরায় যাবেন। সেখানে সভা করবেন। বৈঠক করবেন দলের কর্মীদের সঙ্গে।'
আরও পড়ুন : PHOTOS : স্কুটি হাঁকিয়ে নবদম্পতি বিক্রি করছেন মাংসের ঝালমুড়ি!
এই নিয়ে লোকসভার সাংসদ সৌগত রায় আবার বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় যাবে, এটা জেনে বিজেপি বেশ ভীত। মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরাতে সংগঠন বাড়ানোর কাজ শুরু করে দিয়েছেন, তা ভালোমতো বুঝতে পেরেছেন বিপ্লব দেবরা।'
তবে তৃণমূলের দাবিকে গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই নিয়ে বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের দল দিবাস্বপ্ন দেখছে। ওরা আগেও ত্রিপুরায় গিয়েছিল। কিছু করে উঠতে পারেনি। এবারও পারবে না।'