Umar Khalid: বোনের বিয়ে, ৭ দিনের জন্য তিহাড় জেল থেকে জামিন উমর খালিদের

বোনের বিয়েতে যোগ দিতে জামিন পেলেন উমর খালিদ। দিল্লি হিংসা মামলায় অন্যতম অভিযুক্ত উমর খালিদের ৭ দিনের অন্তর্বর্তিকালীন জামিনের আবেদন মঞ্জুর করল জেলা ও দায়রা আদালত। আদালতের নির্দেশে আজ শুক্রবার, ২৩ ডিসেম্বর জেলের বাইরে আসতে পারবেন উমর। তবে তাঁকে ৩০ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করতে হবে। কথা বলতে পারবেন না কোনও গণমাধ্যমকর্মীর সঙ্গে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করার বিরুদ্ধেও সতর্ক করা হয়েছে তাঁকে। উমর খালিদ এবং আরও কয়েকজনের বিরুদ্ধে কঠোর বেআইনি কার্যকলাপ আইন (ইউএপিএ) মামলা করা হয়েছিল। উত্তর-পূর্ব দিল্লিতে ২০২০ সালের ফেব্রুয়ারিতে অশান্তিতে ৫৩ জন মারা যায়। এবং ৭০০ জনেরও বেশি আহত হয়। নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন (এনআরসি) এর বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন ওই সহিংসতা ছড়িয়ে পড়ে।

Advertisement
বোনের বিয়ে, ৭ দিনের জন্য তিহাড় জেল থেকে জামিন উমর খালিদেরউমর খালিদ
হাইলাইটস
  • বোনের বিয়েতে যোগ দিতে জামিন পেলেন উমর খালিদ।
  • ল্লি হিংসা মামলায় অন্যতম অভিযুক্ত উমর খালিদের ৭ দিনের অন্তর্বর্তিকালীন জামিনের আবেদন মঞ্জুর করল জেলা ও দায়রা আদালত।

বোনের বিয়েতে যোগ দিতে জামিন পেলেন উমর খালিদ (Umar Khalid)। দিল্লি হিংসা মামলায় (Delhi Violence) অন্যতম অভিযুক্ত উমর খালিদের ৭ দিনের অন্তর্বর্তিকালীন জামিনের আবেদন মঞ্জুর করল জেলা ও দায়রা আদালত। আদালতের নির্দেশে আজ শুক্রবার, ২৩ ডিসেম্বর জেলের বাইরে আসতে পারবেন উমর। তবে তাঁকে ৩০ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করতে হবে। কথা বলতে পারবেন না কোনও গণমাধ্যমকর্মীর সঙ্গে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করার বিরুদ্ধেও সতর্ক করা হয়েছে তাঁকে।

 উমর খালিদ এবং আরও কয়েকজনের বিরুদ্ধে কঠোর বেআইনি কার্যকলাপ আইন (ইউএপিএ) মামলা করা হয়েছিল। উত্তর-পূর্ব দিল্লিতে ২০২০ সালের ফেব্রুয়ারিতে অশান্তিতে ৫৩ জন মারা যায়। এবং ৭০০ জনেরও বেশি আহত হয়। 
নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন (এনআরসি) এর বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন ওই সহিংসতা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন-COVID in India: ভিড়ে মাস্ক পরা আবশ্যিক বলেছে কেন্দ্র? সত্যিটা জানুন

ডিসেম্বরে বোনের বিয়েতে যোগ দেওয়ার জন্য দিল্লির তিস হাজারি আদালতে আবেদন করেছিলেন উমর। সোমবার সেই আবেদন মঞ্জুর করেছেন অতিরিক্ত দায়রা আদালতের বিচারক অমিতাভ রাওয়াত।  প্রায় ২ বছর পর জেলের বাইরে পা রাখবেন তিনি।

ইতিমধ্যেই দিল্লি দাঙ্গার সময় পাথর ছোড়ার মামলায় উমর-সহ প্রাক্তন ছাত্রনেতা খলিদ সইফিকে মুক্তি দিয়েছে করকরদুমা আদালত। তবে উমর এবং সইফি, দু’জনেই দিল্লি হিংসা মামলায় দেশদ্রোহিতার ধারায় অভিযুক্ত হিসাবে জেলে রয়েছেন।

দিল্লির জওহরলাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর-সহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে দিল্লি পুলিশের অভিযোগ, নরেন্দ্র মোদী সরকারের ভাবমূর্তি কালিমালিপ্ত করার বৃহত্তর ষড়যন্ত্রের অঙ্গ হিসাবে ওই হিংসাত্মক ঘটনাগুলি ঘটানো হয়েছে। খালিদের জামিনের আবেদন অক্টোবরে দিল্লি হাইকোর্ট খারিজ করে দিয়েছে।

আরও পড়ুন- জেলমুক্ত 'বিকিনি কিলার' কুখ্যাত চার্লস শোভরাজ, ৫ যুবতীর খুনি

Advertisement

 

POST A COMMENT
Advertisement