scorecardresearch
 

UP Municipal Election Results 2023: উত্তরপ্রদেশ পুরভোটে BJP-র মুসলিম প্রার্থীদের কেমন ফলাফল? দেখুন

মোট ৩৯৫ জন মুসলিমকে প্রার্থী করেছে তারা। এর মধ্যে ৬টি পৌরসভা ও ৩২টি নগর পঞ্চায়েতের সভাপতি পদে প্রার্থী রয়েছেন। এ ছাড়া বাকিরা কাউন্সিলর পদের প্রার্থী।

Advertisement
উত্তরপ্রদেশের পৌরসভা নির্বাচন উত্তরপ্রদেশের পৌরসভা নির্বাচন
হাইলাইটস
  • উত্তরপ্রদেশের পৌরসভা নির্বাচনের ভোট গণনা চলছে
  • মোট ৩৯৫ জন মুসলিমকে প্রার্থী করেছে বিজেপি

উত্তরপ্রদেশের পৌরসভা নির্বাচনের ভোট গণনা (UP Municipal Election Results 2023) শুরু হয়েছে। বিজেপি এবার বিপুল সংখ্যক মুসলিমকে প্রার্থী করেছে। মোট ৩৯৫ জন মুসলিমকে প্রার্থী করেছে তারা। এর মধ্যে ৬টি পৌরসভা ও ৩২টি নগর পঞ্চায়েতের সভাপতি পদে প্রার্থী রয়েছেন। এ ছাড়া বাকিরা কাউন্সিলর পদের প্রার্থী। পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি টিকিট পেয়েছেন মুসলিম মুখরা। পশ্চিম ইউপি-র ১৮টি নগর পঞ্চায়েত সভাপতির জন্য মুসলিম প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ব্রজ অঞ্চলে ৮ জন, অবধ অঞ্চলে ৬ জন, গোরখপুর অঞ্চলে ২ জন মুসলিম প্রার্থী হয়েছেন। সাহারানপুর, বিজনৌর, মুজফ্ফরনগর, শামলি, গোরখপুর, জৌনপুর, লখনউ সহ বহু জেলায় টিকিট দেওয়া হয়েছে মুসলিমদের।

আরও পড়ুন: Karnataka Election Exit Poll 2023: কংগ্রেস নাকি বিজেপি, কর্নাটকের কুর্সিতে কে? 

পৌরসভা ভোটে বিজেপির মুসলিম প্রার্থী

  • খাতিজা-বিজনোরের আফজালগড় পৌরসভার সভাপতি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। 
  • মেহনাজ জাহান-রামপুরের তান্ডা পৌরসভার সভাপতি পদে লড়াই করছেন। পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। 
  • রামপুর পৌরসভার সভাপতি পদে লড়ছেন মুসারত মুজিব। পিছিয়ে রয়েছেন তিনি। 
  • বদায়ুনের কাকরালা পৌরসভার সভাপতি পদে প্রার্থী হয়েছেন মারগুন আহমেদ খান। বিজেপি পিছিয়ে, নির্দল প্রার্থী এগিয়ে। 
  • তামান্না বানো-আজমগড়ের মুবারকপুর পৌরসভার সভাপতি পদের জন্য লড়াইয়ে নেমেছেন। প্রচুর ভোটে এগিয়ে রয়েছেন তিনি। 

নগর পঞ্চায়েত আসনে বিজেপির মুসলিম প্রার্থী

  • নাসিরাবাদ আসন থেকে প্রার্থী হয়েছেন আনিসা বানো।
  • মোরাদাবাদের ভোজপুর আসন থেকে ফারখান্দা প্রার্থী হয়েছেন।
  • মোহাম্মদ নাদিম উল হাসান বেরেলি বোহরা তান্ডা নগর পঞ্চায়েত আসন থেকে।
  • রশিদা বেগম শিওয়ালখাস আসন নগর পঞ্চায়েত আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
  • মুনতাজির চৌধুরী রাতাউল নগর পঞ্চায়েত আসন থেকে ভাগ্য পরীক্ষায় নেমেছেন
  • রিজওয়ান আহমেদ মোরাদাবাদের উমরি কালা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
  • ওয়াসিম আলভি আমরোহার ওঝারি আসন থেকে লড়ছেন।
  • মোরাদাবাদের ঢাকিয়া আসন থেকে মাঠে নেমেছেন ভুরি।
  • ভোজপুর ধরমপুর আসন থেকে লড়ছেন ফারখন্দা।
  • রামপুরের কেমারী আসন থেকে লড়ছেন অলিভ বেগম।
  • রামপুরের নরপত নগর আসন থেকে লড়ছেন শাহে আলম খান।
  • আবদুল সালাম আমরোহার লড়ছেন জোয়া আসন থেকে।
  • আমরোহার নওগাওয়ানা থেকে লড়ছেন মুসলিম খাতুন।
  • মহম্মদ আজমল বিজনোরের মান্দাওয়ার আসন থেকে প্রার্থী হয়েছেন।
  • ফিরোজা খাতুন বিজনোরের জালালাবাদ আসন থেকে লড়ছেন।
  • নিশা পারভিন বিজনরের সহসপুর আসনে লড়ছেন
  • বিজনৌরের সাহানপুর আসন থেকে লড়াইয়ে তাসিম রায়েন।

বারাণসী মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনে কাউন্সিলর আসনের জন্য বিজেপির মুসলিম প্রার্থী: জামালউদ্দিনপুরা থেকে আহমেদ আনসারি, বাধু কাছিবাগ থেকে রেশমা বিবি এবং মদনপুরা থেকে হুমা বানো।

Advertisement

গোরখপুর মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন: বাবা গম্ভীরনাথ নগর আসন থেকে হাকিবুলন্নিশা

লখনউ মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন: কালবে আবিদ থেকে কাউসার মেহেন্দি শামসি আজাদ এবং হুসেনাবাদ থেকে লুবনা আলি খান ভোটে রয়েছেন।

আলিগড়ে ৩৪৭টি পদে বিজেপি মোট ২০ জন মুসলিম প্রার্থীকে প্রার্থী করেছে। এর মধ্যে পৌর কর্পোরেশনের ৯০টি ওয়ার্ডের মধ্যে ১৯টিতে কাউন্সিলর পদের জন্য মুসলিম প্রার্থী রয়েছে, যার মধ্যে ১৫ জন পাসমান্দা সম্প্রদায়ের। একইভাবে, বেরেলি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনে কাউন্সিলর পদে ৬টি আসনে মুসলিমদের প্রার্থী করা হয়েছে। মোরাদাবাদ জেলার ৩টি স্থানীয় সংস্থায় সভাপতি পদে মুসলিম প্রার্থীদের মাঠে নামানো হয়েছে। পৌর কাউন্সিলর পদের জন্য ১৪ জন প্রার্থীর মধ্যে ১১ জন পাসমান্দা সম্প্রদায়ের।

Advertisement