Advertisement
ধর্ম

Bhai Phonta 2025: মাত্র ২ ঘণ্টার মধ্যে সারুন এবারের ভাইফোঁটা, নড়চড় হলে বিপদ বাড়তে পারে

ভাইফোঁটা
  • 1/8

Bhai Phonta 2025: ভাইফোঁটা মানেই ভাই-বোনের সম্পর্কের স্নেহ, মায়া আর আবেগের এক অনন্য উৎসব। দীপাবলির পরের কয়েক দিনের মধ্যেই পালিত হয় এই বিশেষ দিন। বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁর দীর্ঘায়ু, সাফল্য আর সুখ কামনা করেন। এ বছর ভাইফোঁটা পালিত হবে ২৩ অক্টোবর। শুভ সময় দুপুর ১টা ১৩ মিনিট থেকে ৩টা ২৮ মিনিট পর্যন্ত।

 

ভাইফোঁটা
  • 2/8

তবে শুধু ফোঁটা নয়, বাস্তুশাস্ত্র বলছে, ফোঁটা দেওয়ার সময় দিকও নাকি গুরুত্বপূর্ণ। ভাই কোন দিকে মুখ করে বসবে, বোন কোন দিকে, তা নাকি সরাসরি প্রভাব ফেলে ভাইয়ের জীবনে, কর্মে এবং সম্পর্কের স্থায়িত্বে। এই কারণেই বাস্তু মেনে ফোঁটা দেওয়ার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষী ও বাস্তু বিশেষজ্ঞ অংশুল ত্রিপাঠী।

 

ভাইফোঁটা
  • 3/8

বাস্তু মতে, ভাইফোঁটার সময় ভাইয়ের উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসা উচিত। উত্তর দিক ধন, সাফল্য এবং সুযোগের প্রতীক। ভাই যদি এই দিকে মুখ করে বসেন, তবে তাঁর জীবনে আর্থিক স্থিতি ও কর্মক্ষেত্রে উন্নতি আসবে।

 

Advertisement
ভাইফোঁটা
  • 4/8

পূর্ব দিককে বাস্তুশাস্ত্রে বলা হয় জ্ঞানের দিক। এই দিকে ফোঁটা দিলে ভাই-বোনের সম্পর্কে বোঝাপড়া ও ভালোবাসা আরও গভীর হয়। যদি ঘরে দিক নির্ধারণে অসুবিধা হয়, তাহলে মোবাইল কম্পাসের সাহায্য নেওয়াই সবচেয়ে সহজ উপায়।

 

ভাইফোঁটা
  • 5/8

যখন ভাই উত্তর বা পূর্বমুখী হয়ে বসবেন, তখন বোনের দক্ষিণ বা পশ্চিমমুখী হয়ে বসা শুভ বলে ধরা হয়। এতে শক্তির ভারসাম্য বজায় থাকে। এই অবস্থানে ফোঁটা দিলে সম্পর্ক আরও স্থায়ী ও ইতিবাচক হয় বলে মনে করা হয়।

 

ভাইফোঁটা
  • 6/8

বাস্তুশাস্ত্র অনুযায়ী, ভাইফোঁটার তিলক অবশ্যই রোলি বা লাল রঙের হওয়া উচিত। লাল রঙ শক্তি, সাহস ও প্রেমের প্রতীক। অনেকে অক্ষত অর্থাৎ ভাতের সঙ্গে মিশিয়ে তিলক লাগান, এটি স্থিতি ও অগ্রগতির ইঙ্গিত দেয়। ফোঁটা দেওয়ার সময় ভাইয়ের মঙ্গল, দীর্ঘায়ু ও সুখ কামনা করে আশীর্বাদ জানানো শুভ।

 

ভাইফোঁটা
  • 7/8

অনেক পরিবারে তিলক দেওয়ার সময় ভাইয়ের কোলে পান, সুপারি বা নারকেল রাখা হয়। বাস্তু মতে, এই উপকরণগুলি ইতিবাচক শক্তির প্রতীক, যা নেতিবাচক শক্তিকে দূরে রাখে। ফোঁটা দেওয়ার পর ভাইকে কিছুক্ষণ সেই দিকেই বসে থাকতে বলা হয়, যাতে সেই দিকের শুভ শক্তি সম্পূর্ণভাবে গ্রহণ করা যায়।

 

Advertisement
ভাইফোঁটা
  • 8/8

বাস্তু বিশেষজ্ঞদের মতে, ভাইফোঁটার সময় ভাইয়ের দক্ষিণ-পশ্চিম দিকমুখী হয়ে বসা একেবারেই অনুচিত। এই দিক বাধা, ভার এবং দ্বন্দ্বের প্রতীক। ভুল দিকে বসলে সম্পর্কের মধ্যে মনোমালিন্য বা অশান্তি আসতে পারে। তাই ফোঁটা শুধু রীতি নয়, এটি আবেগ ও শক্তিরও প্রতীক। সঠিক দিক মেনে এই পবিত্র রীতি পালন করলে পরিবারে আসে সুখ, সমৃদ্ধি ও স্থায়ী বন্ধন।

Advertisement