মহাকুম্ভে বসন্ত পঞ্চমীতে আজ অর্থাত্ সোমবারই এখনও পর্যন্ত ৬২ লক্ষের বেশি মানুষ শেষ অমৃত স্নান সারলেন।
রবিবার থেকেই বসন্ত পঞ্চমীর অমৃত স্নান ঘিরে ব্যাপক ভিড় মহাকুম্ভে। শুধু রবিবারেই ১ কোটি ৩৩ লক্ষ পূণ্যার্থী অমৃত স্নান সেরেছেন।
এখনও ২৩ দিন বাকি আছে মহাকুম্ভ মেলার। প্রশাসন মনে করছে, এবারের মহাকুম্ভে পুণ্যস্নানের সংখ্যা ৫০ কোটি ছাড়িয়ে যাবে।
গত ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় প্রচুর মানুষের মৃত্যু হয়েছে।
বসন্ত পঞ্চমীতে শেষ অমৃত স্নানে একেবারে জিরো-এরর ব্যবস্থার নির্দেশ দিয়েছিলেন। ৩ হাজারটিরও বেশি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।
মোট ২৫টি সেক্টরের ওপর নজর রাখা হচ্ছে 'কুম্ভ কমান্ড এবং কন্ট্রোল সেন্টার' থেকে।
আজ অর্থাত্ সোমবার ভোর ৫টায় প্রয়াগরাজে সঙ্গমে প্রথম অমৃত স্নান সারেন বিভিন্ন আখড়ার মহামণ্ডলেশ্বররা।
তারপর পুণ্যার্থীরা পুণ্যস্নান শুরু করেন। অমৃত স্নানের জন্য বসন্ত পঞ্চমী শেষ দিন হলেও এখনও দুটি পুণ্যস্নানের শুভ দিন বাকি রয়েছে মহাকুম্ভে।
১৪৪ বছর পর ২০২৫ সালে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা। দেশের সব রাজ্য তো বটেই, বিদেশ থেকেও প্রচুর মানুষ মহাকুম্ভে পুণ্যস্নান করতে এসেছেন।
এরপর মহাকুম্ভে পুণ্যস্নান হবে ১২ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা ও ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রিতে।
২৬ ফেব্রুয়ারি অর্থাত্ মহাশিবরাত্রীতে শেষ হবে মহাকুম্ভ মেলা। বসন্ত পঞ্চমীর দিনটিকেই হিন্দুশাস্ত্রে বসন্তকালের প্রথম দিন বলে মনে করা হয়।
বাগদেবীর পায়ে আবির অর্পণ করে আবাহন জানানো হয় ঋতুরাজকে।