scorecardresearch
 
Advertisement

উৎসব

অক্ষয় তৃতীয়া ২০২৪

কেন শুভ অক্ষয় তৃতীয়া? জানুন পুজোর মাহাত্ম্য- দিনক্ষণ- তিথি

08 May 2024

Akshaya Tritiya 2024: সংস্কৃত অনুসারে 'অক্ষয়' শব্দের অর্থ হল 'যার কোনও ক্ষয়' নেই অর্থাৎ যা কখনোও শেষ হয় না। তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় করা যে কোনও কাজ অক্ষয় থাকে।

অক্ষয় তৃতীয়া ২০২৪

অক্ষয় তৃতীয়ার দিন গরুকে খাওয়ান, কিছুদিনের মধ্যেই বিয়ের প্রস্তাব আসবে

08 May 2024

Akshay Tritiya 2024: বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে অক্ষয় তৃতীয়া পালন করা হয়। এটাকে স্বয়ংসিদ্ধ মুহূর্ত মানা হয়ে থাকে। অক্ষয় তৃতীয়ার দিন ধনের দেবী মা লক্ষ্মীর দিন হিসাবে মানা হয়ে থাকে। এইদিনটি এতটাই শুভ যে এইদিনে যে কোনও নতুন কাজ শুরু করলে তাতে অবশ্যই সফল হবেন। এই বছর অক্ষয় তৃতীয়া ১০ মে শুক্রবার পালন করা হবে।

অক্ষয় তৃতীয়া

সোনার বিশাল দাম! অক্ষয় তৃতীয়ায় বাড়িতে আনুন এসব জিনিস, উপচে পড়বে ধন- সম্পদ

08 May 2024

Akshaya Tritiya 2024: বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার পুজো হয়। যে কোনও কাজ সম্পন্ন করার জন্য এদিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সংস্কৃত অনুসারে 'অক্ষয়' শব্দের অর্থ হল 'যার কোনও ক্ষয়' নেই অর্থাৎ যা কখনোও শেষ হয় না।

অক্ষয় তৃতীয়া

অক্ষয় তৃতীয়া কবে? জানুন কেনাকাটা- পুজোর সবচেয়ে শুভ সময় কোনটি?

06 May 2024

Akshaya Tritiya: পৌরাণিক গ্রন্থ অনুসারে, এদিন করা শুভ ও ধর্মীয় কাজ দীর্ঘস্থায়ী ফল দেয়। অক্ষয় তৃতীয়ায়, সূর্য এবং চন্দ্র উভয়ই তাদের উচ্চ রাশি বৃষতে থাকে, তাই তাদের সম্মিলিত আশীর্বাদের ফল অক্ষয় হয়।

রথযাত্রা উৎসব ২০২৪

এবছর কবে জগন্নাথদেবের রথযাত্রা? জানুন দিনক্ষণ, শুভ তিথি

25 Apr 2024

Rath Yatra 2024 Utsav: ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গে মূলত এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়। বিশেষ তিথিতে ধুমধাম করে রথযাত্রার উৎসব পালিত হয় পুরী, মাহেশ, ইস্কনের মন্দিরে।

Advertisement