Belur Math Kumari Puja 2025: বেলুড় মঠের দুর্গোৎসবের অন্যতম আকর্ষণ কুমারী পুজো। এই কুমারী পুজোর কন্যাকে কীভাবে বেছে নেওয়া হয়? সেই বিষয়েই জানতে পারবেন bangla.aajtak.in এর এই প্রতিবেদনে। সেই সঙ্গে জানবেন এর ইতিহাস ও পৌরাণিক তাৎপর্যও। আসলে অনেকেই জানেন না, দেবীকে জীবন্ত কন্যারূপে পূজা করার এই রীতি একশো বছরেরও বেশি পুরনো। ১৮৯২ সালে কন্যাকুমারীতে প্রথম এক কিশোরীকে দুর্গারূপে পুজো করেছিলেন স্বামী বিবেকানন্দ। পরে কাশ্মীর সফরে গিয়ে আবারও এক মুসলমান মাঝির কন্যাকে কুমারী পুজো করেন তিনি। স্বামীজির বিশ্বাস ছিল, প্রতিটি কন্যার মধ্যেই মা দুর্গা বিরাজমান আছেন। ১৯০১ সালে প্রথমবার বেলুড় মঠে দুর্গাপুজোর সূচনা হয়। সেই বছরেই মহাষ্টমীতে স্বামীজি নিজে কুমারী পুজো করেন। ছিলেন মা সারদাও। সেদিন থেকেই বেলুড় মঠের দুর্গাপুজোয় কুমারী পুজো অন্যতম অংশ হয়ে ওঠে।
বেলুড় মঠের প্রথম দুর্গাপুজোর সময়েও প্রতিমা নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছিল। হঠাৎ সিদ্ধান্ত নেওয়ায় আগেভাগে প্রতিমার বায়না করা ছিল না। আর সেই কারণেই কুমোরটুলির কোনও শিল্পীই তাড়াহুড়ো করে প্রতিমা গড়তে রাজি ছিলেন না। অবশেষে অন্য এক ব্যক্তির বায়না করা এক প্রতিমাই পেয়ে যান বেলুড় মঠ কর্তৃপক্ষ। সেই প্রতিমাতেই হয়েছিল প্রথম দুর্গাপুজো।
কী ভাবে কুমারী নির্বাচিত হয়?(Kumari Puja selection process)
প্রতি বছর মহাষ্টমীতে কুমারীকে দেবীরূপে পুজা করা হয়। তাকে বেছে নেওয়ার নির্দিষ্ট নিয়ম রয়েছে। আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ জানিয়েছিলেন, 'কুমারী নির্বাচনের ক্ষেত্রে বয়সের একটি নির্দিষ্ট সীমা মানা হয়। সঙ্গে দেখা হয় কিছু বিশেষ লক্ষণ। শেষ পর্যন্ত কুমারী নির্বাচনের দায়িত্ব থাকে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্টের হাতে।'
পৌরাণিক সূত্র
বৃহদ্ধর্ম পুরাণে বলা হয়েছে, 'কন্যা রূপেন দেবানামগ্রত দর্শনং দদৌ'। দেবী চণ্ডী কুমারীরূপেই আবির্ভূত হয়েছিলেন দেবতাদের সামনে। আবার দেবী ভগবতে বলা হয়েছে, এক বছরের শিশু পুজোর যোগ্য নয়, তবে দুই থেকে দশ বছরের মধ্যে কন্যারাই কুমারী রূপে পূজিত হতে পারে।
বেলুড় মঠের কুমারী পুজো
মহাষ্টমীর সকালে মঠের মূল মন্দিরের পাশে অস্থায়ী মণ্ডপে কুমারীকে সাজিয়ে আনা হয়। পরনে থাকে বেনারসি শাড়ি, গায়ে গহনা। ঠিক যেন দেবীর রূপ। প্রতিমার সামনে বসিয়ে তাঁকে ষোড়শ উপচারে পুজো করেন সন্ন্যাসীরা। তারপরই শুরু হয় সন্ধিপুজো।
বেলুড় মঠে কুমারী পুজো তাই শুধুমাত্র কোনও আচার-বিধি ভাবলে ভুল করবেন। এটি শতাব্দী প্রাচীন অমূল্য ঐতিহ্য। আর সেই কারণেই কুমারী পুজো বেলুড় মঠের ভক্তদের কাছে মহাষ্টমীর মূল আকর্ষণ।