Lakshmi Puja On Diwali 2025: দীপাবলিতে বাঙালি বাড়িতেও পূজিতা হন মা লক্ষ্মী, কেন? পুরাণ যা বলছে...

Lakshmi Puja: কালী পুজোর দিন অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির সূচনা হয়। পুরাণ অনুসারে দেবী লক্ষ্মীর অর্ধেক অংশ অলক্ষ্মী। লক্ষ্মী ব্রহ্মার মুখের উজ্জ্বল অংশ থেকে এবং অলক্ষ্মী তাঁর পিঠের অন্ধকার দিক থেকে আবির্ভূতা।

Advertisement
দীপাবলিতে বাঙালি বাড়িতেও পূজিতা হন মা লক্ষ্মী, কেন? পুরাণ যা বলছে...   দীপান্বিতা লক্ষ্মীপুজো

কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে হয় কালীপুজো বা দীপাবলি। এবছর দীপাবলি পড়েছে ২০ অক্টোবর (সোমবার)। দীপাবলির দিন লক্ষ্মী -গণেশ ও কুবেরদেবের পুজো করার রীতি আছে। মনে করা হয়, এদিন ধন ও সমৃদ্ধির দেব -দেবীর আরাধনা করলে, তাঁদের উপর লক্ষ্মী -গণেশের আশীর্বাদ বিরাজ করবে এবং তাঁরা লাভবান হবেন।  

কালীপুজোয় লক্ষ্মী পুজো কেন হয়? 

কালী পুজোর দিন অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির সূচনা হয়। পুরাণ অনুসারে দেবী লক্ষ্মীর অর্ধেক অংশ অলক্ষ্মী। লক্ষ্মী ব্রহ্মার মুখের উজ্জ্বল অংশ থেকে এবং অলক্ষ্মী তাঁর পিঠের অন্ধকার দিক থেকে আবির্ভূতা। অলক্ষ্মী, ঈর্ষা, দুর্ভাগ্য ও অশুভতার প্রতীক। মনে করা হয় লক্ষ্মীপুজোর সময়, লক্ষ্মীর সঙ্গে গৃহে আগমন হয় অলক্ষ্মীরও। তাই কালী পুজোর দিন লক্ষ্মী - অলক্ষ্মী উভয়ের পুজো করে, অলক্ষ্মীকে বিদায় করা হয়।  

আরও পড়ুন:  শ্যামাপোকা অনেকের বিরক্তির কারণ! কীভাবে সহজে তাড়াবেন? ঘরোয়া টোটকা

 

lakshmi puja on diwali

অলক্ষ্মী বিদায় 

কালীপুজোর দিন গোবর দিয়ে অলক্ষ্মী এবং পিটুলি দিয়ে লক্ষ্মী -নারায়ণ- কুবেরের মূর্তি তৈরি করার রীতি বহু প্রচলিত। কোজাগরী লক্ষ্মী পুজোর মতোই এদিন গৃহস্থ বাড়িতে আলপনা দেওয়া হয়। কালীঘাট মন্দিরেও শ্যামা পুজোর দিন অলক্ষ্মী পুজো করা হয়। এদিন সন্ধ্যাবেলা দক্ষিণাকালী পূজিতা হন, মহালক্ষ্মী রূপে। পুজোর পর অলক্ষ্মী বিদায় করে মন্দির ধুয়ে ফেলা হয়।  

 

 olokkhi puja

অলক্ষ্মী বিদায় কীভাবে করতে হয়?

লক্ষ্মীপুজোর ঠিক আগের মুহূর্তে একটা কলার পেটো ছোট করে কেটে, তার উপর কিছুটা গোবর দিয়ে একটা পুতুলের আকৃতি তৈরি করতে হয়। এর পর বাঁ হাত দিয়ে যে কোনও নীল রঙের ফুল দিয়ে তাকে পুজো করে, সেই কলার পেটো সমেত পুতুলটা বাড়ির বাস্তুভূমির বাইরে রেখে আসতে হয়। বাস্তুভূমির বাইরে রাখতে যাওয়ার সময়, পেছনে একজনকে কুলো বাজাতে বাজাতে যেতে হয়। এই কাজটা হয়ে গেলে হাত-পা ভাল করে ধুয়ে, নিয়মমতো মা লক্ষ্মীদেবীর পুজো সম্পন্ন করা হয়। অলক্ষ্মী বিদায় নিজেরাও করা যায়, আবার পুরোহিত দিয়েও করানো যায়। 

Advertisement

 

 olokkhi puja

পশ্চিমবঙ্গের মানুষের রীতি 

সাধারণত এপার বাংলার মানুষ অর্থাৎ এদেশীয়রা অলক্ষ্মী পুজো করে থাকেন। তবে দীপাবলিতে লক্ষ্মী -গণেশ পুজোর রীতি গোটা ভারতবর্ষের ভিন্ন স্থানে রয়েছে। 

আরও পড়ুন:  দীপাবলিতে ৫ রাশির জ্যাকপট! সব কিছু শুভ হবে, আপনি লাকি?

কালীপুজো ২০২৫ -এর নির্ঘণ্ট 

* কালীপুজোর তারিখ - ২০ অক্টোবর (২ কার্তিক), সোমবার। 

* অমাবস্যা তিথি - ২০ অক্টোবর, দুপুর ২/৫৫ থেকে ৩  অক্টোবর বিকেল সন্ধ্যা ৪/২৫ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে। 

দীপাবলিতে লক্ষ্মীপুজোর সময়সূচী 

এবছর, দীপাবলির তারিখ নিয়ে জ্যোতিষী এবং পণ্ডিতদের মধ্যে বিতর্ক রয়েছে। জ্যোতিষী রাজ মিশ্র পরামর্শ দিয়েছেন, দীপাবলি ২১ অক্টোবর উদযাপন করা উচিত। এই বছর, অমাবস্যা তিথি ২০  অক্টোবর শুরু হবে এবং ২১  অক্টোবর তিন প্রহরের বেশি সময় ধরে চলবে। অতএব, ২১  অক্টোবর দেবী লক্ষ্মীর পুজো করা শুভ হবে। এদিকে, জ্যোতিষী পণ্ডিত রাজকুমার শাস্ত্রীর মতে, প্রদোষ ব্যপিনী অমাবস্যা ২০ অক্টোবর বিকেল ৩:৪৪ মিনিটে শুরু হবে। তবে  ২১ অক্টোবর বিকেল ৫:৫৫ মিনিটে দীপান্বিতা লক্ষ্মীপুজো করলে দোষ-ত্রুটি হতে পারে। অতএব, ২০ অক্টোবর দীপাবলি উদযাপনকে শুভ বলে মনে করা হচ্ছে।

 

POST A COMMENT
Advertisement