Diwali 2025 Laxmi Murti Tips: দীপাবলিতে এমন লক্ষ্মীমূর্তি ঘরে আনবেন না, উল্টো ক্ষতি হবে

Diwali 2025 Laxmi Murti Tips: দীপাবলির অন্যতম আকর্ষণ হল মা লক্ষ্মীর পুজো। এই দিনে অনেকে ঘরে ঘরে মা লক্ষ্মীর মূর্তি বা ছবি স্থাপন করেন। তবে, বাস্তুশাস্ত্র বলছে, সব ছবি বা মূর্তি শুভ নয়। ভুলভাবে বেছে নেওয়া ছবির কারণে ঘরে সমৃদ্ধির বদলে আর্থিক সংকট দেখা দিতে পারে। তাই পুজোর আগে জেনে নিন, কোন রকম লক্ষ্মীমূর্তি ঘরে রাখা শুভ আর কোনটি নয়।

Advertisement
দীপাবলিতে এমন লক্ষ্মীমূর্তি ঘরে আনবেন না, উল্টো ক্ষতি হবেদুর্গাপুজোয় এই গ্রামে পুজো হয় ধনলক্ষ্মীর! ৮০ বছরের প্রথার কারণ কী?

Diwali 2025 Laxmi Murti Tips: আগামী ২০ অক্টোবর, সোমবার দীপাবলি। এই দিনটি যেমন কালীপুজোর দিন, তেমনই দেশের নানা প্রান্তে লক্ষ্মী ও গণেশেরও পুজো করা হয়। আলোর উৎসব ঘনিয়ে আসতেই শহর থেকে গ্রাম—সব জায়গাতেই এখন শেষ মুহূর্তের তোড়জোড়। নতুন পোশাক, মিষ্টি, প্রদীপ আর পুজোর সামগ্রী কিনতে ব্যস্ত সবাই।

দীপাবলির অন্যতম আকর্ষণ হল মা লক্ষ্মীর পুজো। এই দিনে অনেকে ঘরে ঘরে মা লক্ষ্মীর মূর্তি বা ছবি স্থাপন করেন। তবে, বাস্তুশাস্ত্র বলছে, সব ছবি বা মূর্তি শুভ নয়। ভুলভাবে বেছে নেওয়া ছবির কারণে ঘরে সমৃদ্ধির বদলে আর্থিক সংকট দেখা দিতে পারে। তাই পুজোর আগে জেনে নিন, কোন রকম লক্ষ্মীমূর্তি ঘরে রাখা শুভ আর কোনটি নয়।

কেমন মূর্তি রাখবেন ঘরে
বাস্তু মতে, মা লক্ষ্মী আশীর্বাদ দিচ্ছেন। এই ভঙ্গির মূর্তিই সবচেয়ে শুভ। এমন মূর্তি ঘরে রাখলে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে, পরিবারের মধ্যে শান্তি ও সমৃদ্ধি আসে। এছাড়াও, ভগবান বিষ্ণুর সঙ্গে মা লক্ষ্মীর যুগল মূর্তি বা ছবি রাখাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাতেও ধনদেবীর কৃপা লাভ হয়। আর দেবীর হাত থেকে স্বর্ণমুদ্রা বর্ষিত হচ্ছে—এমন ছবিও ঘরের জন্য অত্যন্ত মঙ্গলজনক, যা অর্থনৈতিক উন্নতির পথ খুলে দেয়।

যে সব মূর্তি বা ছবি একেবারেই রাখবেন না
১. মা লক্ষ্মীর রাগান্বিত রূপ বা অসুরবিনাশের ছবি রাখবেন না। এতে ঘরে অশুভ শক্তির প্রভাব পড়তে পারে।
২. দাঁড়ানো অবস্থায় দেবীর মূর্তি বা ছবি স্থাপন করা বাস্তু মতে নিষিদ্ধ। মা লক্ষ্মীর বসা রূপেই পুজো করুন।
৩. পেঁচার ওপরে বসা দেবীর ছবি বা মূর্তি ঘরে রাখবেন না।
৪. মূর্তি দেওয়ালে ঠেসে রাখবেন না—দেওয়াল ও মূর্তির মাঝে সামান্য ফাঁক থাকা আবশ্যক। না হলে বাস্তু দোষ হতে পারে।
৫. মা লক্ষ্মীর মূর্তি সবসময় উত্তর দিকে মুখ করে রাখুন। তবেই আশীর্বাদ মিলবে।
৬. ঠাকুরঘরে একাধিক লক্ষ্মীমূর্তি রাখার রীতি একেবারেই ভুল। এক দেবীর এক মূর্তি রাখলেই যথেষ্ট।

অতএব, দীপাবলির পুজোয় মায়ের আশীর্বাদ পেতে চাইলে পুজোর আগে একবার দেখে নিন আপনার ঘরের দেবীমূর্তি কেমন। ভুল ছবি বা ভঙ্গির কারণে যেন অজান্তে ঘরে না আসে আর্থিক সংকট।

 

 

POST A COMMENT
Advertisement