Belur Math Durga Puja 2023: কখন কুমারী পুজো-সন্ধিপুজো? বেলুড় মঠের দুর্গাপুজোর নির্ভুল ও সঠিক নির্ঘণ্ট এটাই

হাতে আর এক মাসও বাকি নেই, তারপরই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2023)। সোশ্যাল মিডিয়ায় অনেক দুর্গাপুজোর নির্ঘণ্ট (Durga Puja 2023 Date And Time) ঘুরে বেড়াচ্ছে। যদিও তার বেশিরভাগটাই ভুয়ো।

Advertisement
কখন কুমারী পুজো-সন্ধিপুজো? বেলুড় মঠের দুর্গাপুজোর নির্ভুল ও সঠিক নির্ঘণ্ট এটাইবেলুড়মঠের দুর্গাপুজোর নির্ভুল ও সঠিক নির্ঘণ্ট
হাইলাইটস
  • বেলুড় মঠের তরফে প্রকাশ করা হয়েছে চলতি বছরে দুর্গাপুজোর নির্ঘণ্ট
  • কুমারী পুজো শুরু সকাল ৯টায়

হাতে আর এক মাসও বাকি নেই, তারপরই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2023)। সোশ্যাল মিডিয়ায় অনেক দুর্গাপুজোর নির্ঘণ্ট (Durga Puja 2023 Date And Time) ঘুরে বেড়াচ্ছে। যদিও তার বেশিরভাগটাই ভুয়ো। সম্প্রতি, বেলুড় মঠের তরফে ২০২৩ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। বেলুড় মঠ প্রতিষ্ঠার পর থেকে নিরবিছিন্নভাবেই পালিত হয়ে এসেছে দেবী দুর্গার আরাধনা ও কুমারী পুজো। প্রতিবছর নিষ্ঠা ও ভক্তি সহকারে বৈদিক প্রথা মেনে দুর্গাপুজো ও কুমারী পুজো অনুষ্ঠিত হয়ে আসছে বেলুড় মঠে। প্রথা অনুসারে জন্মাষ্টমীর পুণ্য তিথিতে বেলুড় মঠে কাঠামো পুজোর মধ্যে দিয়ে সূচনা হয় শারদোৎসবের।

বেলুড় মঠের তরফে প্রকাশ করা হয়েছে চলতি বছরে দুর্গাপুজোর নির্ঘণ্ট (Durga Puja 2023 Date And Time)। চলুন জেনে নেওয়া যাক এই বছর বেলুড় মঠের পুজোর নির্ঘণ্ট।

ষষ্ঠী

কল্পারম্ভ পুজো শুরু হয় সকাল ৬টা বেজে ৩০ মিনিটে

বোধন, আমন্ত্রণ, আধিবাস – পুজো শুরু সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে

সপ্তমী: ২১ অক্টোবর শনিবার

সপ্তমী পুজো শুরু ভোর ৫টা ৪০ মিনিটে

মহাষ্টমী: ২২ অক্টোবর রবিবার

মহাষ্টমী পুজো শুরু ভোর ৫টা ৪০ মিনিটে

কুমারী পুজো শুরু সকাল ৯টায়

সন্ধিপুজো: সন্ধ্যা ৭টা ৩৬ মিনিট থেকে রাত ৮টা ২৪ পর্যন্ত

মহানবমী: ২৩ অক্টোবর সোমবার

মহানবমীর পুজো শুরু ভোর ৫টা ৪০ মিনিটে

হোম: দুপুর সাড়ে ১২টায়

বিজয়া দশমী: ২৪ অক্টোবর মঙ্গলবার

দশমী পুজো শুরু সকাল ৬টা ৩০ মিনিটে

নিরঞ্জন - সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুরের আরতির পর

পুষ্পাঞ্জলি : শ্রী শ্রী দেবীর ভোগরাতির পর প্রতিদিন (২১-২৩ অক্টোবর)

সন্ধ্যা আরতি: প্রতিদিন শ্রী শ্রী ঠাকুরের আরতির পর (২১-২৩ অক্টোবর)

প্রতিবছর দুর্গা প্রতিমার নিরঞ্জনের পর কাঠামো তুলে এনে রাখা হয়। তারপর জন্মাষ্টমীর দিনই পুজো করা হয় সেই কাঠামোর। মঙ্গলারতির পর কাঠামো পুজো করা হয়। সেইসঙ্গে শুরু হয় মণ্ডপ তৈরির কাজও।

Advertisement

POST A COMMENT
Advertisement