Bijaya Dashami 2025 Timing Fixture: দেবীর বরণ, সিঁদুর খেলা থেকে বিসর্জনের সময় কখন? জানুন বিজয়া দশমীর নির্ঘণ্ট

Durga Puja Fixture: দুর্গাপুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। তবে বিজয়া দশমীর দিন চারিদিকে বাজে বিষাদের সুর। কারণ উমার ফিরে যাওয়ার পালা। বিজয়া দশমী দুর্গাপুজোর উৎসবের শেষ দিন।

Advertisement
দেবীর বরণ, সিঁদুর খেলা থেকে বিসর্জনের সময় কখন? জানুন বিজয়া দশমীর নির্ঘণ্টবিজয়া দশমীর নির্ঘণ্ট

আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গা পুজোর উৎসব পালিত হয়। যদিও প্রকৃত অর্থে, উৎসব শুরু হয় ষষ্ঠি দিন থেকে। দেবী দুর্গা, মহিষাসুরকে বধ করেছিলেন, এজন্যেই বিশ্বাস করা হয় যে, এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভশক্তির বিজয় হয়।  বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গা পুজো (Durga Puja) এবছর একেবারে শেষবেলায়। মহানবমী আসা মানেই যেন, দেবী দুর্গার বিদায় ঘণ্টা বেজে যাওয়া।  

দুর্গাপুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। তবে বিজয়া দশমীর দিন চারিদিকে বাজে বিষাদের সুর। কারণ উমার ফিরে যাওয়ার পালা। বিজয়া দশমী  দুর্গাপুজোর উৎসবের শেষ দিন।

আরও পড়ুন: অক্টোবরে কালী পুজো, কবে পড়েছে? শুভ তিথি, পুজোর মন্ত্র জেনে নিন

প্রতিমা বরণ করে মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন। এরপর জলাশয়ে বিসর্জন দেওয়ার হয় প্রতিমাগুলি। ঘট বিসর্জনের অর্থ, পুজো সমাপ্তি। বিসর্জনের সময় লম্বা শোভাযাত্রা বের করে। যেখানে নাচে- গানে, হাসি মুখে সকলে বিদায় জানান উমাকে। এদিন বরণ, সিঁদুর খেলা, বিসর্জন ও বিজয়া উৎসবের সূচনা হয়। জানুন এবছরের বিজয়া দশমীর নির্ঘণ্ট।

বিজয় দশমী ২০২৫-র নির্ঘণ্ট

১৫ আশ্বিন, ইং ২ অক্টোবর, বৃহস্পতিবার

* ১ অক্টোবর দুপুর ২।৩৬ মিনিট থেকে ২ অক্টোবর দুপুর ২/৫৪ পর্যন্ত দশমী তিথি থাকবে। 

* শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পুজো সমাপনাস্তে বিসর্জন প্রশস্তা (অত্রকৃত্যে বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্মতঃ)।  

২০২৫ সালে দেবী দুর্গার আগমন- গমন

২০২৫ সালে দেবী দুর্গার আগমন গজে, যার অর্থ বসুন্ধরা শস্য শ্যামলা হবে। দেবীর গমন দোলায়, যা মহামারী বা মড়কের প্রতীক। ফলে বলা যায়, এবার দুর্গার আগমন শুভ হলেও, গমন অশুভ ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন: তামা, পিতলের বাসন ও মূর্তি চকচকে করুন এভাবে! রইল টোটকা

লক্ষ্মী পুজো কবে? 

Advertisement

এবার বছরের লক্ষ্মী পুজো পড়েছে ৬ অক্টোবর (১৯ আশ্বিন), সোমবার 

 কালী পুজো কবে? 

২০  অক্টোবর (২ কার্ত্তিক), সোমবার পড়েছে কালী পুজো 

ভাইফোঁটা কবে? 

২৩ অক্টোবর (৫ কার্ত্তিক), বৃহস্পতিবার পড়েছে ভাইফোঁটা

 

POST A COMMENT
Advertisement