Durga Puja 2025 Date Time Fixture: অঞ্জলি থেকে দেবীর বিসর্জনের সময়, পঞ্জিকা মতে দেখে নিন দুর্গাপুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট

Durga Puja 2025 Timing: প্রতিটি দিনের নিজস্ব অর্থ এবং তাৎপর্য রয়েছে। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে, মাতৃপক্ষের শুরু হয়। সেদিনই আক্ষরিক অর্থে দুর্গা পুজোর সূচনা হয়।

Advertisement
অঞ্জলি থেকে দেবীর বিসর্জনের সময়, পঞ্জিকা মতে দেখে নিন দুর্গাপুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট দুর্গাপুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট

উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গাপুজো (Durga Puja)। পশ্চিমবঙ্গ তো বটেই, এমনকী গোটা বিশ্বের বাঙালিরা জাকজমকপূর্ণ উদযাপন করেন এই উৎসবের। দেবী দুর্গা, মহিষাসুরকে বধ করেছিলেন, এই জন্যেই বিশ্বাস করা হয় যে, এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভশক্তির বিজয়। 

এক বছর দুর্গাপুজো শেষ মানে, অপেক্ষা আরও এক বছরের। দুর্গাপুজোর সমাপ্তি হতে না হতেই, বাঙালির প্ল্যানিং শুরু হয়, পরের বছরের। বড় পুজো প্যান্ডেলগুলিতে বৈঠক বসে, পরের বছরের থিম নিয়ে। এবছরের দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়। জেনে নিন ২০২৫-র পুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট।
   
শারদীয় দুর্গাপুজোর সময় নির্ঘণ্ট (শ্রী বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা অনুযায়ী) 

মহাপঞ্চমী

* ১০ আশ্বিন, ইং ২৭ সেপ্টেম্বর, শনিবার

* পূর্বাহ্ন সকাল ৬।৪৩ থেকে ২৭ সেপ্টেম্বর সকাল ৮। ৪৯ পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি।

মহাষষ্ঠী 

* ১১ আশ্বিন, ইং ২৮ সেপ্টেম্বর, রবিবার

* পূর্বাহ্ন সকাল ৮। ৫০ থেকে ২৮ সেপ্টেম্বর সকাল ১০। ৪৩ পর্যন্ত থাকবে ষষ্ঠী তিথি। 

মহাসপ্তমী 

* ১২ আশ্বিন, ইং ২৯ সেপ্টেম্বর, সোমবার

* পূর্বাহ্ন সকাল ১০। ৪৪। থেকে ২৯ সেপ্টেম্বর বেলা ১২। ২৮ পর্যন্ত থাকবে সপ্তমী তিথি। 

মহাষ্টমী 

* ১৩ আশ্বিন, ইং ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার

* পূর্বাহ্ন বেলা ১২।২৭ থেকে ৩০ সেপ্টেম্বর বেলা ১।৪৫ পর্যন্ত থাকবে মহাষ্টমী তিথি। 

সন্ধিপুজো

বেলা ১।২১ থেকে দুপুর ২।৯-র মধ্যে হবে সন্ধিপুজো। 

বলিদান 

এদিন বেলা ১।৪৫-এ বলিদান। 

মহানবমী

* ১৪ আশ্বিন, ইং  ১ অক্টোবর, বুধবার

* পূর্বাহ্ন বেলা ১।৪৫ থেকে  ১ অক্টোবর দুপুর ২।৩৬ পর্যন্ত মহানবমী তিথি থাকবে। 

বিজয়া দশমী

* ১৫ আশ্বিন, ইং ২ অক্টোবর, বৃহস্পতিবার

* পূর্বাহ্ন সকাল ৯।২৯ থেকে দুপুর ২ অক্টোবর ২।৫৬ পর্যন্ত দশমী তিথি থাকবে। 

২০২৫ সালে দেবী দুর্গার আগমন- গমন

২০২৫ সালে দেবী দুর্গার আগমন গজে, যার অর্থ বসুন্ধরা শস্য শ্যামলা হবে। দেবীর গমন দোলায়, যা মহামারী বা মড়কের প্রতীক। ফলে বলা যায়, এবার দুর্গার আগমন শুভ হলেও, গমন অশুভ ইঙ্গিত দিচ্ছে।

Advertisement

আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গা পুজোর উৎসব পালিত হয়। যদিও প্রকৃত অর্থে, উৎসব শুরু হয় ষষ্ঠি দিন থেকে। যুগ যুগ ধরে বিশ্বাস করা হয় যে, এদিনই দেবী দুর্গা মর্তে এসেছিলেন। দুর্গা পুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। এটি সকলেরই প্রায় জানা। তবে অনেকেই অজানা, প্রতিটি দিনের নিজস্ব অর্থ এবং তাৎপর্য রয়েছে। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে, মাতৃপক্ষের শুরু হয়। সেদিনই আক্ষরিক অর্থে দুর্গা পুজোর সূচনা হয়। কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। 

 

POST A COMMENT
Advertisement