সনাতন ধর্মে ভগবান গণেশের (Ganesh) গুরুত্ব অনেক। শিব ও পার্বতী পুত্র গণেশকে, হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা মনে করা হয়। গণেশের (Ganpati) জন্মোৎসব গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) নামে পরিচিত। ভাদ্রপদ মাসের চতুর্থী তিথির শুক্লপক্ষে সাধারণত পালিত হয় এই উৎসব। এই বছর গণেশ চতুর্থী পড়েছে ১৯ সেপ্টেম্বর।
গণেশ চতুর্থীতে প্রায় সারা দেশজুড়ে মহাসমারোহে চলে উৎযাপন। মহারাষ্ট্রের গণেশ চতুর্থী উদযাপন, পশ্চিমবাংলার দুর্গাপুজোর মতোই বড়। এছাড়াও গোয়া, কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা, গুজরাট, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতেও বিশেষ উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয়। এমনকি শ্রীলঙ্কায় তামিল হিন্দুরাও এই উৎসব পালন করেন।
কন্নড়, তামিল, তেলেগু ও সংস্কৃত ভাষায় গণেশ চতুর্থী উৎসব বিনায়ক চতুর্থী বা বিনায়ক চবিথি নামে পরিচিত। কোঙ্কণি ভাষায় চবথ এবং নেপালিতে এই উৎসবকে বলে চথা। এই বিশেষ উৎসবকে গণেশ মহোৎসবও বলা হয়। বর্তমানে অনেক বেশি সংখ্যক বাঙালি সিদ্ধিদাতা গণেশের আরাধনায় মেতে ওঠেন।
গণেশের ১০৮ নাম
১. গণদক্ষ
২. গণপতি
৩. গৌরীসূত
৪. লম্বকর্ণ
৫. লম্বোদর
৬. মহাবল
৭. মহা গণপতি
৮. মহেশ্বর
৯. মঙ্গলমূর্তি
১০. মূষকবাহন
১১. বালগণপতি
১২. ভালচন্দ্র
১৩. বুদ্ধিনাথ
১৪. ধূম্রবর্ণ
১৫. একক্ষর
১৬. একদন্ত
১৭. গজকর্ণ
১৮. গজানন
১৯. গজবক্র
২০. গজবক্ত্র
২১. দেবাদেব
২২. দেবান্তক নাশকারী
২৩. দেবব্রত
২৪. দেবেন্দ্রশিক
২৫. ধার্মিক
২৬. দুর্জয়
২৭. দ্বৈমাতুর
২৮. একদংষ্ট্র
২৯. ঈশানপুত্র
৩০. গদাধর
৩১. অমিত
৩২. অনন্তচিদারুপম
৩৩. অবনীশ
৩৪. অবিঘ্ন
৩৫. ভীম
৩৬. ভূপতি
৩৭. ভুবনপতি
৩৮. বুদ্ধিপ্রিয়
৩৯. বুদ্ধিবিধাতা
৪০. চতুর্ভুজ
৪১. নিধিশ্বরম
৪২. প্রথমেশ্বর
৪৩. শুভকর্ণ
৪৪. শুভম
৪৫. সিদ্ধিদাতা
৪৬. সিদ্ধিবিনায়ক
৪৭. সুরেশ্বরম
৪৮. বক্রতুন্ড
৪৯. অখুরথ
৫০. অলম্পতা
৫১. ক্ষিপ্র
৫২. মনোময়
৫৩. মৃত্যুঞ্জয়
৫৪. মুধকারম
৫৫. মুক্তিদায়ী
৫৬. নাদপ্রতিষ্ঠা
৫৭. নমস্তেতু
৫৮. নন্দন
৫৯. সিদ্ধন্ত
৬০. পীতাম্বর
৬১. গণাধিক্ষণ
৬২. গুণিন
৬৩. হরিদ্রা
৬৪. হেরম্ব
৬৫. কপিল
৬৬. কবীশ
৬৭. কীর্তি
৬৮. কৃপাকর
৬৯. কৃষ্ণপিঙ্গল
৭০. ক্ষেমঙ্করী
৭১. বরদবিনায়ক
৭২. বীরগণপতি
৭৩. বিদ্যাবিধি
৭৪. বিঘ্নহর
৭৫. বিঘ্নহর্তা
৭৬. বিঘ্নবিনাশন
৭৭. বিঘ্নরাজ
৭৮. বিঘ্নরাজেন্দ্র
৭৯. বিঘ্নবিনাশয়
৮০. বিঘ্নেশ্বর
৮১. শ্বেত
৮২. সিদ্ধিপ্রিয়
৮৩. স্কন্দপূর্বজ
৮৪. সুমুখ
৮৫. স্বরূপ
৮৬. তরুঁ
৮৭. উদ্দণ্ড
৮৮. উমাপুত্র
৮৯. বরগণপতি
৯০. বরপ্রদ
৯১. প্রমোদ
৯২. পুরুষ
৯৩. রক্ত
৯৪. রুদ্রপ্রিয়
৯৫. সর্বদেবতমান
৯৬. সর্বসিদ্ধান্ত
৯৭. সর্বাত্মন
৯৮. ওঙ্কার
৯৯. শশীবর্ণম
১০০. শুভগুণকানন
১০১. যোগাধীপ
১০২. যশস্বিন
১০৩. যশস্কর
১০৪. যজ্ঞকায়
১০৫. বিশ্বরাজ
১০৬. বিকট
১০৭. বিনায়ক
১০৮. বিশ্বমুখ
গণেশ পুজোর নিয়মকানুন
জ্যোতিষী ডাঃ অরবিন্দ মিশ্র জানাচ্ছেন, গণেশ চতুর্থীর দিন গণপতির মূর্তি সোনা, রুপো এবং তামার জলে স্নান করাতে হয়। পুজোর সময় ২১ টি মোদক এবং ২১ টি দূর্বা দিয়ে গণেশের যে কোনও ১০ নাম জপ করুন। তাহলে বাড়িতে সুখ -শান্তি বজায় থাকবে।
গণেশ চতুর্থী ২০২৪ দিনক্ষণ
* এই বছর গণেশ চতুর্থী পড়েছে ৭ সেপ্টেম্বর (বাংলায় ২১ ভাদ্র), শনিবার।
* ৬ সেপ্টেম্বর ঘ ১২/১৬/৪৫ মিনিট থেকে ৭ সেপ্টেম্বর ঘ ২/১২/৪৯ মিনিট পর্যন্ত থাকবে চতুর্থী তিথি।
* অমৃতযোগ- দিবা ঘ ৯/২৯ গতে ১২/৪২ মধ্যে এবং রাত্রি ঘ ৭/৫৪ গতে ১০/১৮ মধ্যে ও ১১/৫৩ গতে ১/২৯ মধ্যে ও ২/১৭ গতে ৩/৫৩ মধ্যে।