Happy Holi 2024: রঙের উসৎবের শুভেচ্ছা! দোলযাত্রা- হোলিতে প্রিয়জনকে পাঠান এই মেসেজ

Holi Wishes 2024: দোলযাত্রা, বসন্ত উৎসব, হোলি ইত্যাদি নানা নাম ও পালনের রীতি থাকলেও উৎসবের আমেজ কিন্তু প্রায় একই রকম। এবার ২৫ মার্চ পড়েছে দোলযাত্রা ও হোলি।

Advertisement
রঙের উসৎবের শুভেচ্ছা! দোলযাত্রা- হোলিতে প্রিয়জনকে পাঠান এই মেসেজহোলির শুভেচ্ছা

শুধু বাঙালি নয়, ভারতবর্ষের বেশিরভাগ স্থানেই রঙের উৎসব পালন করা হয় মহা সমারোহে। অনেক উৎসবের মধ্যে সকলের পছন্দের তালিকায় প্রথমের দিকেই থাকে দোল (Dol Yatra) বা হোলি (Holi)। রঙের উৎসবে কম বেশি সামিল হোন সকলেই।

দোলযাত্রা, বসন্ত উৎসব, হোলি ইত্যাদি নানা নাম ও পালনের রীতি থাকলেও উৎসবের আমেজ কিন্তু প্রায় একই রকম। এবার ২৫ মার্চ পড়েছে দোলযাত্রা ও হোলি। প্রিয়জনকে সোশ্যাল মাধ্যমে জানাতে পারেন এই শুভেচ্ছাবার্তা। 

 

Happy Holi 2024

দোলযাত্রা, বসন্ত উৎসব ও হোলির মেসেজ 

* বসন্ত উৎসবের শুভেচ্ছা বার্তা পৌঁছে যাক সবার দোরে দোরে। শুভ হোক সব। 

* রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে... শুভ বসন্ত উৎসব। 

* আপনাকে ও আপনার পরিবারের সকলকে শুভ দোলযাত্রার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই!

* রঙের এই উৎসবে আপনার জীবন রঙে ভরে উঠুক। হ্যাপি হোলি! 

Happy Holi 2024

* মধুর মুহূর্ত এবং স্মৃতি দিয়ে ভরা এই দোলযাত্রায় অপনাকে এবং অপনার পরিবারের সকল সদস্যকে অনেক শুভেচ্ছা।

* "রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে।" শুভ দোলযাত্রা। 

* রামধনুর মতো রঙিন হয়ে উঠুক তোমার জীবন, নানা রঙ মিলে-মিশে ভরে উঠুক জীবনের ক্যানভাস!শুভ দোলযাত্রা

* হোলির সম্পূর্ণ দিনটি উপভোগ করুন। আপনার ও আপনার পরিবারের জন্য হোলির শুভেচ্ছা রইল।  

 

holi

* লাল, নীল, হলুদ আবিরের রঙে জীবনের প্রতিটা অধ্যায় হয়ে উঠুক রঙিন। সকলকে জানাই বসন্ত উৎসবের শুভেচ্ছা! 

*  রং বরসে! হোলির শুভেচ্ছা সকলকে।  

*  বছরের সেরা সময় এসে গেছে! সমস্ত সুন্দর রঙে ভরে উঠুক তোমার জীবন। হোলি ভাল কাটুক এই কামনা করি। 

* রঙে রঙে রাঙিয়ে দাও এই মন, এই ভুবন…মেতে ওঠো রঙের উৎসবে…শুভ দোলযাত্রা। 

holi

*  আগামী বছরটি সমৃদ্ধ এবং সুখে ভরা হোক থাকুক এবং প্রতিদিন হোলির মতোই রঙিন হোক। হোলি মোবারক! 

Advertisement

*  আপনার হোলির অনেক শুভেচ্ছা! আগামী দিনগুলি রঙিন কাটুক। 

* ভাগ্য তোমার, শুভেচ্ছা আমার। এই বসন্ত উৎসবের রঙের মতোই ভবিষ্যত রঙিন হোক তোমার। হ্যাপি হোলি!

দোল ও হোলির তারিখ

এই বছর দোলযাত্রা ও হোলি পড়েছে ২৫ মার্চ (বাংলায় ১০ চৈত্র)। এই দিনটিকে বসন্ত উৎসবও বলা হয়। 

দোল পূর্ণিমার সময়  

২৪ মার্চ ঘ ৯/৪২/১১ থেকে ২৫ মার্চ ঘ ১১/৪৭/২২ মিনিট পর্যন্ত এই বছর পূর্ণিমা থাকবে।  
 

POST A COMMENT
Advertisement