Lakshmi Puja 2025 Wishes: শুভ লক্ষ্মী পুজো, কোজাগরী পূর্ণিমায় শুভেচ্ছা জানাতে সকলকে পাঠান এই মেসেজ

Happy Lakshmi Puja 2025: সৌভাগ্য ও সমৃদ্ধির  জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়ে থাকে। কোজাগরী পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী। ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রায় প্রতিটা পরিবার।

Advertisement
শুভ লক্ষ্মী পুজো, কোজাগরী পূর্ণিমায় শুভেচ্ছা জানাতে পাঠান এই মেসেজ কোজাগরী লক্ষ্মী পুজো

বিষাদ মনে দশমীর দিন দেবী দুর্গার প্রতিমা নিরঞ্জন করেন বাঙালি। তবে দুর্গা পুজো হতে না হতেই শুরু হয় লক্ষ্মী পুজোর তোড়জোড়। মা লক্ষ্মী হলেন ধনসম্পদের দেবী। সৌভাগ্য ও সমৃদ্ধির  জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়ে থাকে।কোজাগরী পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী। ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রায় প্রতিটা পরিবার।

বাংলায়  শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা করা হয়।  ‘কোজাগরী’ কথাটির অর্থ ‘কে জেগে আছো?’ হিন্দু পুরাণ মতে, আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে। এই রাতে যে ব্যক্তি জেগে দেবীর আরাধনা করেন তাঁর ঘরেই প্রবেশ করেন দেবী লক্ষী।

 

lakshmi puja 2025 wishes

জেনে নিন এই লক্ষ্মীপুজোয় সকলকে হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে কী ভার্চুয়াল বার্তা (Lakshmi Puja Wishes) দিতে পারেন আপনি।  

কোজাগরী লক্ষ্মী পুজো ২০২৫-র মেসেজ (Lakshmi Puja Message)

* শুভ লক্ষ্মী পুজো!

* সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর প্রীতি ও শুভেচ্ছা।

* লক্ষ্মী পুজো উপলক্ষে মা লক্ষ্মী আপনাকে সুখ ও সমৃদ্ধি দান করুক।

আরও পড়ুন: মা লক্ষ্মীর প্রিয় এই ৩ রাশি! জীবনে কখনও টাকার অভাব হয় না

* লক্ষ্মী পুজোর জন্য উষ্ণ শুভেচ্ছা যা আপনার জীবনে আনন্দ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসবে। মায়ের ঐশ্বরিক আশীর্বাদ উপভোগ করুন!

 

lakshmi puja 2025 wishes

* মা লক্ষ্মীর কৃপা আপনার ও আপনার পরিবারের প্রতি সর্বদা থাকুক এই কামনা করি। শুভ লক্ষ্মী পুজো! 

* এসো মা লক্ষ্মী বসো ঘরে... আমার এই ঘরে থাকো আলো করে... কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা সকলকে। 

* মা লক্ষ্মীর কৃপায় ঘরে আসুন শান্তি, সৌহার্দ্য। সকলে মিলে, সপরিবারে যেন একযোগে আনন্দে মেতে ওঠা যায় সেই কামনা করি। 

Advertisement

* আপনার ধন-সম্পদ, সুখ-শান্তি অক্ষয় হোক...শুভ লক্ষ্মী পুজো!

* এই লক্ষ্মী পুজোয় আপনার পরিবারে ভরে থাকুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। শুভ কোজাগরী লক্ষ্মী পুজো ২০২৫!

 

lakshmi puja 2025 wishes

আরও পড়ুন: ২০২৬-এ দেবীর আগমন ও গমন কিসে? জানুন শুভ না অশুভ ইঙ্গিত

* দূর হোক অনটন, দূর হোক ক্লেশ, ঘরে আসুন সৌভাগ্য, দুর্দিন হোক শেষ! এই কামনা করে কোজাগরী লক্ষ্মীপুজোয় জানাই শুভেচ্ছা।

* আপনার উপর অর্থের বর্ষণ হোক সর্বদা, কোজাগরী লক্ষ্মী পুজোর পুণ্য লগ্নে এই কামনাই করি। লক্ষ্মী পুজোর শুভেচ্ছা! 

* এই লক্ষ্মী পুজোয়, দেবী লক্ষ্মী আপনাকে সুখ, সুস্বাস্থ্য এবং সম্পদ দিয়ে আশীর্বাদ করুন।

* অক্ষয় হোক আপনার ধন-সম্পদ, সুখ-শান্তি...শুভ কোজাগরী লক্ষ্মী পুজো! 

* আজ যে কাজই শুরু করবেন তাতেই যেন সাফল্য পান, সব স্বপ্ন যেন পূর্ণ হয় আজ। কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। 

 

lakshmi puja 2025 wishes

* আনন্দ ও উদ্দীপনার সাথে লক্ষ্মী পূজার উৎসবের আমেজ উপভোগ করুন। একটি সুখী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা!

* এই লক্ষ্মী পুজোয় আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য নিয়ে আসুক। শুভ লক্ষ্মী পুজো!

আরও পড়ুন: মা লক্ষ্মীর বাহন কেন পেঁচা? জেনে নিন পৌরাণিক যুক্তি

* আপনার পরিবার মায়ার বাঁধনে জড়িয়ে থাকুক। মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সর্বদা আপনাদের উপরে থাকুক। কোজাগরী লক্ষ্মী পুজোর প্রীতি ও শুভেচ্ছা।

* সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। দেবী কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক। 

* এবারের লক্ষ্মী পুজোয় আপনি যা যা চেয়েছেন, আপনার মনের সমস্ত আশা পূর্ণ হোক।  

*  সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর প্রীতি ও শুভেচ্ছা।

lakshmi puja 2025 wishes

কোজাগরী লক্ষ্মী পুজোর দিনক্ষণ  (Kojagori Lakshmi Puja Date Time)

এবছর কোজাগরী লক্ষ্মী পুজো পড়েছে ৬ অক্টোবর, সোমবার। ৬ অক্টোবর, বেলা ১১/২২/৪২ থেকে ৭ অক্টোবর সকাল ৯/৩১/২৭ অবধি থাকবে পূর্ণিমা তিথি।  

আরও পড়ুন:  অক্টোবরে কালী পুজো, কবে পড়েছে? শুভ তিথি, পুজোর মন্ত্র জেনে নিন

 

POST A COMMENT
Advertisement