Shab E Barat Wishes 2025: ইসলামের পবিত্র শবে বরাতে পরিজনকে শুভেচ্ছা জানাতে পাঠান এই মেসেজ

Happy Shab E Barat Wishes 2025: 'শব ' একটি পারসি শব্দ যার অর্থ 'রাত' এবং আরবিতে 'বরাত' অর্থ পরিত্রাণ ও ক্ষমা বলে। বিশ্বাস করা হয় যে এদিন আল্লাহ সকলের পূর্ববর্তী ক্রিয়াকলাপের ভিত্তিতে আগামী বছরের ভাগ্য লিখে রাখেন।

Advertisement
ইসলামের পবিত্র শবে বরাতে পরিজনকে শুভেচ্ছা জানাতে পাঠান এই মেসেজ

শবে বরাত (Shab-e-Barat) একটি ইসলামী উৎসব। সারা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীরা পালন করেন এই পরব। ইসলামী ক্যালেন্ডারের অষ্টম মাস অর্থাৎ শাবান মাসের ১৪ ও ১৫ তম রাতে এই উৎসব পালন করার রীতি। শবে বরাতকে ইসলামী বর্ষপঞ্জির পবিত্রতম রাত হিসাবে মনে করা হয়, যা লাইলাতুল-বরাত বা লাইলাতুল-বারা বা মধ্য শাবান নামেও পরিচিত। 

ইসলামী বিশ্বাস অনুযায়ী, এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করেন। বিশ্বের বিভিন্ন স্থানের অনেক মুসলমান নফল ইবাদাতের মাধ্যমে শবে বরাত পালন করেন। অনেক অঞ্চলে, এই রাতে তাদের মৃত পূর্বপুরুষদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রার্থনার আয়োজন করা হয়। বারো শিয়া মুসলিমরা, এই তারিখে মুহাম্মদ আল-মাহদির জন্মদিন উদ্‌যাপন করে। তবে সালাফিরা এর বিরোধিতা করে থাকেন।

 

Shab-e-Barat

 

'শব ' একটি পারসি শব্দ যার অর্থ 'রাত' এবং আরবিতে 'বরাত' অর্থ পরিত্রাণ ও ক্ষমা বলে। বিশ্বাস করা হয় যে এদিন আল্লাহ সকলের পূর্ববর্তী ক্রিয়াকলাপের ভিত্তিতে আগামী বছরের ভাগ্য লিখে রাখেন। অতএব, কোনও দোষ ত্রুতির মার্জনার আবেদনে ও ঈশ্বরের করুণা চেয়ে রাতটি অতিবাহিত হয়। আরবে এই উৎসব লাইলাতুল-বরাত হিসাবেই পালন করা হয়। সাধারণত এই উৎসব পবিত্র রমজানের আগেই পড়ে। পবিত্র শবে বরাত যথাযথ ধর্মীয় উৎসাহ ও নিষ্ঠার সঙ্গে সারা সারা দেশে পালিত হয়। 

 

Shab-e-Barat

শবে বরাত ২০২৫-র দিনক্ষণ (Shab E Barat 2025 Date) 

শবে বরাত মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব। এই বছর ১৩ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর থেকে ১৪ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হবে।  

শবে বরাত ২০২৫-র শুভেচ্ছা বার্তা (Shab E Barat 2025 Messages) 

* সকলকে জানাই পবিত্র শবে বরাতের শুভেচ্ছা।  

* এই রাতে সমস্ত নেতিবাচক শক্তি পুড়ে এবং ইতিবাচক শক্তি আসুক জীবনে। শবে বরাত মোবারক! 

* তোমার জন্য একটি বিশেষ রাতের শুভেচ্ছা, দয়া করে তোমার প্রার্থনায় আমাকে মনে রেখো।

Advertisement

 

Shab-e-Barat

* সকলকে জানাই পবিত্র শবে বরাতের শুভেচ্ছা। আজ সবার সব গুণাহ আল্লাহ ক্ষমা করুক।

* আল্লাহ, আগামী বছরে আমার জন্য সবকিছু সুন্দর করে দাও।

* এই শবে বরাতের সময় আমি বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং আমার ভুল থেকে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি।

* আল্লাহ সমস্ত পাপ মুক্ত করুক সকলের। শবে বরাত মোবারক আপনার ও আপনার পরিবারকে।

* আজ শবে বরাতের এই দিনে, আমি আপনার এবং আপনার পরিবারের ভালোবাসা এবং সুখ কামনা করি। শবে বরাত মোবারক! 

 

Shab-e-Barat

* এই মহান রাতে, সমস্ত কিছু জন্য আল্লাহকে ধন্যবাদ। শবে বরাতের শুভেচ্ছা!

* আমার পরিবারের সকল সদস্যদের পবিত্র শবে বরাত কামনা করি।

* এই শবে বরাতের উপর আল্লাহ আপনার জীবন জুড়ে আনন্দ এবং কৃতজ্ঞতা দান করুন।

* এই রাত সকলের জন্য সুখ এবং আশীর্বাদ বয়ে আনুক। 

* আমি যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি, উপেক্ষা করে থাকি অথবা জ্বালাতন করে থাকি, তাহলে আমি দুঃখিত। এই শবে বরাতের জন্য আমাকে ক্ষমা করে দিও।

 

Shab-e-Barat 2025

* এই পবিত্র দিনে আল্লাহ আপনার এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুক। শবে বরাত ২০২৫ মোবারক! 

* আজ শবে বরাতের দিনে আপনি সুখী হন, এটাই কামনা করি। শবে বরাত মোবারক!

* দয়া করে আমাকে ক্ষমা করুন, কারণ শবে বরাত ক্ষমার রাত।

* আগামী দিনগুলি ভাল কাটুক। শবে বরাত মোবারক! 

শবে বরাতের ইতিহাস (Shab E Barat History) 

এই উৎসবের ইতিহাস জানতে গেলে শিয়া মুসলমানদের দ্বাদশ ইমাম মোহাম্মদ আল-মাহদীর জন্মের সময়ে ফিরে তাকাতে হবে। শবে বরাতের রাতটি তাঁর জন্মদিন হিসাবে পালন করা হয়। অন্যদিকে সুন্নি মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বিশ্বাস করে যে, এদিন কেবল আল্লাহ নোহের সিন্দুককে বন্যার হাত থেকে বাঁচিয়েছিলেন। এ কারণেই বিশ্বজুড়ে মানুষ শবে বরাত উদযাপন করেন।

 

Shab-e-Barat

শবে বরাত পালনের নিয়ম (Rules Of Shab E Barat) 

বেশীরভাগ মানুষ সারা রাত জেগে থাকেন শবে বরাতে। সাধারণত মাঝে মধ্যে সংক্ষিপ্ত বিরতি নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং পবিত্র কোরান পাঠ করেন ভোর অবধি। অনেকে মৃত আত্মীয়দের জন্য ক্ষমা প্রার্থনা করে নিকটস্থ কবরস্থানগুলিতেও যান। এদিন দান ধ্যান করার নিয়ম রয়েছে। দরিদ্রদের অর্থ এবং খাদ্য বিতরণ করা হয় শবে বরাতে। ভারত, বাংলাদেশ দেশগুলিতে শবে বরাত উপলক্ষে বাড়িতে আয়োজন করা হয় বিভিন্ন স্বাদের খাবারের। যার মধ্যে রয়েছে পরোটা, হালুয়া, সুজি, সিমুই, মিষ্টি  ইত্যাদি। বর্তমানে অনেকে নেতিবাচক শক্তি দূর করতে বাজিও পোড়ায় এদিন।  

 

POST A COMMENT
Advertisement