Jagannath Snan Yatra- Holy Bathing Festival: রথের আগে স্নানযাত্রার পরেই কেন জ্বর আসে জগন্নাথদেবের? বিশেষ উৎসবের দিনক্ষণ, নিয়মকানুন জেনে নিন

Jagannath Snan Yatra 2025: রথযাত্রা ও স্নানযাত্রা উৎসব ঘিরে পুরাণে রয়েছে নানা কাহিনি। মনে করা হয়, স্নানযাত্রার দিন জগন্নাথদেবের জন্মদিন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এদিন জগন্নাথদেবকে স্নান করানোর পর তার জ্বর আসে। 

Advertisement
রথের আগে স্নানযাত্রার পরেই কেন জ্বর আসে জগন্নাথদেবের? বিশেষ উৎসবের দিনক্ষণ, নিয়মকানুন  জেনে নিন

বছরভর নানা অনুষ্ঠান উদযাপন করেন ভারতবাসীরা। সেরকমই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হল রথযাত্রা। এই উৎসবের আগে জগন্নাথদেবের আরও এক গুরুত্বপূর্ণ উৎসব হল, স্নানযাত্রা।  রথযাত্রা ও স্নানযাত্রা উৎসব ঘিরে পুরাণে রয়েছে নানা কাহিনি। মনে করা হয়, স্নানযাত্রার দিন জগন্নাথদেবের জন্মদিন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এদিন জগন্নাথদেবকে স্নান করানোর পর তার জ্বর আসে। 

জগন্নাথের স্নানযাত্রা ২০২৫-র দিনক্ষণ
 
এই বছর জগন্নাথদেবের স্নানযাত্রা পড়েছে ১১ জুন বুধবার। এই বিশেষ দিন সকালে জগন্নাথের স্নানযাত্রা সম্পন্ন করতে পারলে, অত্যন্ত শুভ। 

 

Jagannath Snan Yatra

স্নানের পরে কেন জগন্নাথদেবের জ্বর আসে? 

পৌরাণিক মতে, অত্যধিক স্নানের কারণে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা অসুস্থ হয়ে পড়েন। যে কারণে একান্তবাসে থাকতে হয় তাঁদের। এর পর ১৫ দিনের জন্য মন্দির বন্ধ করে দেওয়া হয়। কয়েকজন পুরোহিত বৈদ্যের মতো ভগবানের সেবা করে তাঁর চিকিৎসা করেন। অসুস্থ হয়ে পড়ার পর রত্নজড়িত বস্ত্রের পরিবর্তে সুতির শ্বেত বস্ত্র পরিধান করেন তাঁরা, আভুষণও খুলে রাখা হয়। ভোজনে দেওয়া হয় ফল, ফলের রস, তরল পদার্থ। পঞ্চম দিন বড় ওড়িয়া মঠ থেকে ফুলেরি তেল আসে, যা দিয়ে হাল্কা মালিশ করা হয়। এর পর রক্তচন্দন ও কস্তুরির প্রলেপ লাগানো হয়। এ সময় তাঁকে হালকা খাবার, যেমন, দুধ, ফলের রস ও কয়েকটি আয়ুর্বেদিক ওষুধ খাওয়ানো হয়। দশম দিনে দশমুলারিষ্ঠে নীম, হলুদ, হরড়, বহেড়া, লবঙ্গ ইত্যাদি জড়িবুটির জল দিয়ে নরম মোদক বানিয়ে খেতে দেওয়া হয়।

 

Jagannath Snan Yatra

জগন্নাথের স্নানযাত্রার নিয়মকানুন  

জগন্নাথদেবের স্নানযাত্রার দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।  বিশ্বাস অনুযায়ী, এই বিশেষ তিথিতে কয়েকটি নিয়ম মেনে চলেন সারা বছর ভাগ্য ভাল থাকে। ভক্তি মনে এই বিশেষ তিথিতে কিছু নিয়ম মানলে সারাবছর সুখ-‌শান্তিতে ভরে ওঠে পারিবারিক জীবন।

স্নানযাত্রার বিশেষ তিথিতে সকালবেলা নতুন বস্ত্র পরে গঙ্গায় স্নান সারতে হয়। এরপর মন্দিরে বা বাড়িতে থাকা জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার পুজো করার নিয়ম। তবে পুজোর আগে তাঁদের অবশ্যই স্নান করাতে হয়। গঙ্গাজল ও কাঁচা দুধের সঙ্গে  আতর, চন্দন ও কর্পূর মিশিয়ে নিষ্ঠা মনে স্নান করাতে হবে। স্নানের পরে ১০৮ টি তুলসী পাতা জগন্নাথদেবের চরণে দিন। জগন্নাথদেব, সুভদ্রা ও বলরাম তিনজনের মূর্তির সামনেই গোলাপ ফুল দিয়ে সাজান ও ৫ রকমের ফল উৎসর্গ করুন। এদিন অন্তত একজন ব্রাহ্মণকে ভোজন করানো শুভ বলে বিবেচিত।

Advertisement

রথযাত্রা ২০২৫-র দিনক্ষণ

* ২৭ জুন, শুক্রবার এবারের রথযাত্রা। দ্বিতীয়া শুরু সকাল ১/১৮/২৩ মিনিটে। 
 
* এবছর উল্টো রথযাত্রা (পুনর্যাত্রা) পড়েছে ৫ জুলাই রবিবার। 


 

POST A COMMENT
Advertisement