Kali Pujo 2024 Date: কালীপুজো ও দীপাবলির সবচেয়ে শুভ মুহূর্ত কখন? পুজোর সঠিক রীতি কী? সব তথ্য একনজরে

Kali Puja 2024 Date Time: কালী পুজো 2024-এর তারিখ,সময় এবং আচার-বিধি জানুন৷ শুভ সময় এবং এর আধ্যাত্মিক গুরুত্ব সম্পর্কে জেনে নিন৷ পরিবার এবং বন্ধুদের সঙ্গে কালী পুজো উদযাপনের আগে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।

Advertisement
কালীপুজো ও দীপাবলির সবচেয়ে শুভ মুহূর্ত কখন? পুজোর সঠিক রীতি কী? সব তথ্য একনজরেKali Pujo 2024: কালীপুজো ২০২৪-এর তারিখ ও শুভ সময় জেনে নিন।
হাইলাইটস
  • কালীপুজো বাংলার অন্যতম জনপ্রিয় উৎসব।
  • প্রতি বছর অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয়।
  • ২০২৪ সালে কালীপুজো পালন করা হবে ৩১ অক্টোবর, বৃহস্পতিবার।

Kali Puja 2024 Date Time: কালীপুজো বাংলার অন্যতম জনপ্রিয় উৎসব। প্রতি বছর অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয়। ২০২৪ সালে কালীপুজো(Kali Pujo 2024) পালন করা হবে ৩১ অক্টোবর, বৃহস্পতিবার। প্রতিবারের মতো এবারেও দুর্গাপুজোর পর থেকেই কালীপুজো নিয়ে ভক্তদের মাঝে উত্তেজনা ও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আসুন এবারের কালীপুজো সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

অমাবস্যা তিথি

২০২৪ সালের কালীপুজোর অমাবস্যা তিথি ৩১ অক্টোবর পড়বে। এই দিন দুপুর ৩ টে ০৭ মিনিট ৪২ সেকেন্ডে অমাবস্যা শুরু হবে এবং এটি শেষ হবে ১ নভেম্বর সন্ধ্যা ৫ টা ০৮ মিনিট ০৭ সেকেন্ডে। অন্যদিকে, একটি ভিন্ন মতানুসারে, অমাবস্যা ৩১ অক্টোবর দুপুর ৩ টে ৫২ মিনিটে শুরু হবে এবং ১ নভেম্বর দুপুর ১২ টা ৪৮ মিনিটে শেষ হবে।

কালীপুজোর শুভ সময় (Kali Pujo 2024 Time)

কালীপুজোর শুভ সময় ৩১ অক্টোবর রাত ১১ টা ৪৮ মিনিটে শুরু হবে এবং ১ নভেম্বর দুপুর ১২ টা ৪৮ মিনিট পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে ভক্তরা মন্দিরে অথবা নিজের বাড়িতে কালীর আরাধনা করতে পারেন।

উৎসবের ক্যালেন্ডার

কালীপুজোর সঙ্গে অন্যান্য উৎসবও আগে-পিছে জড়িয়ে। তাই সেই তারিখও জেনে রাখা গুরুত্বপূর্ণ। নিচে এক নজরে উৎসবের সময়সূচি দেওয়া হল:

উৎসব দিন তারিখ
ধনতেরস মঙ্গলবার ২৯ অক্টোবর, ২০২৪
ভূতচতুর্দশী বুধবার ৩০ অক্টোবর, ২০২৪
কালীপুজো বৃহস্পতিবার ৩১ অক্টোবর, ২০২৪
দীপাবলি শুক্রবার ১ নভেম্বর, ২০২৪
গোবর্ধন পুজো শনিবার ২ নভেম্বর, ২০২৪
ভাইফোঁটা রবিবার ৩ নভেম্বর, ২০২৪

কালীপুজোর মাহাত্ম্য

এই দিন ভক্তরা দেবী কালীর পুজোর মাধ্যমে জীবন থেকে সব প্রকার অশুভ প্রভাব ও বিপদ দূর করার জন্য প্রার্থনা করেন। কালীর বন্দনা করতে ভক্তরা নানা রকম পুজো, হোম, আরতি ও ভোগ নিবেদন করেন।

২০২৪ সালের কালীপুজোর জন্য তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিন। পরিবার ও বন্ধুদের সঙ্গে মা কালীর আরাধনা করুন। সবসময়ে একটা বিষয় মনে রাখবেন, যে কোনও পুজো বা প্রার্থনাই আসলে আত্মবিশ্বাস ও মানসিক জোরের উৎস।

আপনারা কালীপুজো উপলক্ষে বিশেষ কোনও রীতি বা প্রস্তুতির পরিকল্পনা করছেন? কমেন্টে জানাতে ভুলবেন না!

POST A COMMENT
Advertisement