Diwali 2025: কালীপুজোয় এই ভোগ অর্পণ করলে অর্থের অভাব হয় না, সৌভাগ্য বজায় থাকে

Diwali 2025: ধনতেরাসে বা দীপাবলিতে লক্ষ্মীর আরাধনা করার সঙ্গে  নির্দিষ্ট ভোগ প্রসাদ অত্যন্ত জরুরি। এর মধ্যে এই তিনটি ভোগ অবশ্যই রাখতে বলা হয়। তাহলে সৌভাগ্য উপচে পড়বেই এমনটাই ধর্মীয় বিশ্বাস। ভাগ্য ফেরাতে আর দুর্ভাগ্য দূর করতে একবার ট্রাই করে দেখতে পারেন।

Advertisement
কালীপুজোয় এই ভোগ অর্পণ করলে অর্থের অভাব হয় না, সৌভাগ্য বজায় থাকে
হাইলাইটস
  • দীপাবলিতে দুর্ভাগ্যকে সৌভাগ্যতে পরিণত করবে পঞ্চভোগ
  • লাড্ডু, বাতাসা, কাজু বরফি, গুলাবজামুন রাখুন ভোগে
  • কেটে যাবে দুর্ভাগ্য, সমস্য়া দূর হবে

Diwali 2025: হিন্দু শাস্ত্রে ভগবান বিষ্ণু যে চার মাস যোগনিদ্রায় থাকেন, তার শেষ মাস হল কার্তিক। তাই কার্তিক মাসকে শাস্ত্রে চতুর্মাস বলা হয়। কার্তিক মাসকে সর্বশ্রেষ্ঠ পবিত্র মাস হিসেবে বিবেচনা করা হয়। শাস্ত্রে উল্লেখ আছে, এই মাস থেকে নারায়ণের ঘুম ভাঙে এবং মানুষের জীবনে শুভ প্রভাব আসে। এই মাসে অর্থলাভও হয়। শাস্ত্রে কার্তিক মাসে তুলসির বিবাহ দেওয়ার এবং তুলসি গাছ বাড়িতে স্থাপনের রীতি রয়েছে।

বাঙালি ঘরে কার্তিক মাস শুরু হয়ে গিয়েছে। এই মাসের প্রধান দুটি উৎসব হল ধনতেরাস ও দীপাবলি।দীপাবলির দিন কালীপুজোর পাশাপাশি মা লক্ষ্মী ও গণেশের আরাধনা করা হয়। চলতি বছর দীপাবলি তারিখ সোমবার ২০ অক্টোবার বিকেল ৩ টা ৪৪ থেকে। অমাবস্যা তিথি শেষ: ২১ অক্টোবর সন্ধ্যা ৫ টা ৫৪ পর্যন্ত। পুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়: রাত ১১:৪১ টা (২০ অক্টোবর) থেকে ১২:৩১ টা (২১ অক্টোবর) পর্যন্ত।  এই সময়ের মধ্যে পুজো করলে সর্বোত্তম ফল পাওয়া যায়।

ধনতেরাস বা দীপাবলিতে পুজোর ভোগ প্রসাদ রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত এই তিনটি ভোগ রাখলে সৌভাগ্য বাড়বে। বোঁদের লাড্ডু, কাডু বরফি ও বাতাসা। গণেশজি এই লাড্ডু খুবই পছন্দ করেন। পুজোর থালায় গুলাব জামুন রাখা অবশ্যক, যা মা লক্ষ্মীকে তুষ্ট করে এবং ঘরে সমৃদ্ধি আনবে। এছাড়াও আটার হালুয়া রাখাও শাস্ত্রে বিশেষভাবে শুভ মনে করা হয়।

বিশেষজ্ঞরা জানান, এই সব ভোগ অর্পণ করে, লক্ষ্মী-গণেশের উদ্দেশ্যে নিবেদন করলে সর্বোচ্চ ফল পাওয়া যায়। তাই কার্তিক মাসে ঘরে এই পুজো ও ভোগ রাখলে সৌভাগ্য ও ধন-সম্পদ বৃদ্ধি পাবে।

 

POST A COMMENT
Advertisement