scorecardresearch
 

Kojagori Lakshmi Puja 2024 Date- Time- Fixture: কখন শুরু- কতক্ষণ থাকবে পূর্ণিমা তিথি? জানুন কোজাগরী লক্ষ্মী পুজোর নির্ঘণ্ট

Lakshmi Puja 2024: মা লক্ষ্মী হলেন ধন- সম্পদের দেবী। ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রায় প্রতিটা পরিবার। বাংলায়  শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা করা হয়।

Advertisement
কোজাগরী লক্ষ্মী পুজোর নির্ঘণ্ট কোজাগরী লক্ষ্মী পুজোর নির্ঘণ্ট

দুর্গা পুজো শেষ হতে না হতেই শুরু হয় লক্ষ্মী পুজোর তোড়জোড়। কোজাগরী পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী। সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়ে থাকে। মা লক্ষ্মী হলেন ধন- সম্পদের দেবী। ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রায় প্রতিটা পরিবার। বাংলায়  শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা করা হয়। 

'কোজাগরী' কথাটির অর্থ 'কে জেগে আছো?' হিন্দু পুরাণ মতে, আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে। এই রাতে যে ব্যক্তি জেগে দেবীর আরাধনা করেন, তার ঘরেই প্রবেশ করেন দেবী লক্ষী। জানুন এবছরের কোজাগরী লক্ষ্মীপুজোর নির্ঘণ্ট।

 

Kojagori Lakshmi Puja 2024

 

কোজাগরী লক্ষ্মী পুজো কবে? 

আগামী ১৬ অক্টোবর, বুধবার পড়েছে  এবছরের কোজাগরী লক্ষ্মী পুজো। 

কোজাগরী লক্ষ্মী পুজোর পূর্ণিমা তিথি 

১৬ অক্টোবর, রাত ৭/২৩/৪৫ থেকে ১৭ অক্টোবর সন্ধ্যা ৫/১৭/৩৬ অবধি থাকবে পূর্ণিমা তিথি।  

 

Kojagori Lakshmi Puja 2024

বাঙালি হিন্দু ঘরে লক্ষ্মী পুজো এক চিরন্তন উৎসব। অনেকেই সারা বছর প্রতি সপ্তাহের বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর আরাধনা করে থাকেন। এছাড়া শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলীতে লক্ষ্মীর পুজো হয়। খারিফ শস্য ও রবি শস্য যেই সময় হয়, ঠিক সেই সময় বাঙালি মেতে ওঠে লক্ষ্মীর পুজোয়। তবে পুজোর উপাচার পরিবর্তন হয় মাস ভেদে।

Advertisement

 

Kojagori Lakshmi Puja 2024

লক্ষ্মী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র

নমস্তে সর্বদেবানাং বরদাসি হরিপরিয়ে। 

যা গতিস্তং প্রপন্নানাং সা মে ভূয়াত্বদর্চবাৎ।। 

লক্ষ্মী পুজো প্রণাম মন্ত্র 
 
ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে। 

সর্বতঃ পাহি মাং দেবী মহালক্ষ্মী... 

লক্ষ্মী পুজো স্তব

ওঁ ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে। যথা ত্বং সুস্থিরা কৃষ্ণে তথা ভব ময়ি স্থিরা।। ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতি হরিপ্রিয়া। পদ্মা -পদ্মালয়া সম্পদপ্রদা শ্রীঃ পদ্মাধারিণী। দ্বাদশৈতানি নামানি লক্ষ্মীং সম্পূজ্য যঃ পঠেৎ। স্থিরা লক্ষ্মীভবেস্তস্য পুত্রদারদিভিঃ সহ।।   

 

Kojagori Lakshmi Puja 2024

দেবী লক্ষ্মীর প্রিয় ফুল 

 যে কোনও পুজোয় ফুল আবশ্যিক। লক্ষ্মী পুজোয় টুনি ফুল লাগে। লাল জবা, সাদা কাঞ্চন, লাল গোলাপ, গাঁদা ফুল, পদ্ম ফুল- এই বিশেষ দিন ধনদেবীকে এই পাঁচটি ফুল অর্পণ করুন। জীবনে আসবে সুখ- সমৃদ্ধি, দূর হবে অর্থকষ্ট। ঋণ- দেনা থেকে মুক্তি পাবেন অনায়াসে।   

 

Advertisement