Maha Kumbh Mela 2025: মহাকুম্ভে এ বছর পুণ্যস্নানের অত্যন্ত শুভদিনগুলি কবে কবে? রইল ৬টি তারিখ

Maha Kumbh Snan Dates 2025: দেশের মূলত ৪ জায়গায় কুম্ভমেলা ও শাহী স্নান হয়। হরিদ্বারে গঙ্গার ঘাটে, উজ্জয়িনীতে শিপ্রা নদীর ঘাট, নাসিকে গোদাবরী ঘাটে ও প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে। 

Advertisement
মহাকুম্ভে এ বছর পুণ্যস্নানের অত্যন্ত শুভদিনগুলি কবে কবে? রইল ৬টি তারিখমহাকুম্ভ ২০২৫
হাইলাইটস
  • কবে কবে মহাকুম্ভ মেলায় শাহী স্নান?
  • কোথায় কোথায় কুম্ভমেলা ও শাহী স্নান?
  • কীভাবে মহাকুম্ভের তারিখ নির্ধারিত হয়?

Maha Kumbh Mela 2025: মহাকুম্ভ মেলা শুরু হতে চলেছে প্রয়াগরাজে সঙ্গমে। গোটা দেশের মানুষ ভিড় জমাবেন কুম্ভমেলায়। প্রতি ১২ বছরে একবার হয় মহাকুম্ভ। এ বছর অর্থাত্‍ ২০২৫ সালে মহাকুম্ভ (Maha Kumbh)। আগামী ১৩ জানুয়ারি শুরু হতে চলেছে কুম্ভমেলা। শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাচীন উত্‍সব কুম্ভমেলা। উত্তরপ্রদেশে প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে মহাকুম্ভ মেলার ইতিহাস অতিপ্রাচীন। জেনে নেওয়া যাক, মহাকুম্ভ মেলায় এ বছর মহাস্নানের সবচেয়ে পুণ্যদিন কবে। মহাকুম্ভ সম্পর্কে সব তথ্য জানতে ক্লিক করুন এই লিঙ্কে

কবে কবে মহাকুম্ভ মেলায় শাহী স্নান? (Maha Kumbh 2025 Snan Dates)

মহাকুম্ভ মেলায় ৬টি মহাস্নান বা শাহী স্নানের দিন থাকছে। এই ৬টি দিন হল, ১৩ জানুয়ারি (পৌষ পূর্ণিমা), ১৪ জানুয়ারি (মকর সংক্রান্তি), ২৯ জানুয়ারি (মৌনি অমাবস্যা), ৩ ফেব্রুয়ারি (সন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো), ১২ ফেব্রুয়ারি (মাঘী পূর্ণিমা) ও মহাশিবরাত্রি (২৬ ফেব্রুয়ারি)। 

কোথায় কোথায় কুম্ভমেলা ও শাহী স্নান?

দেশের মূলত ৪ জায়গায় কুম্ভমেলা ও শাহী স্নান হয়। হরিদ্বারে গঙ্গার ঘাটে, উজ্জয়িনীতে শিপ্রা নদীর ঘাট, নাসিকে গোদাবরী ঘাটে ও প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে। 

কীভাবে মহাকুম্ভের তারিখ নির্ধারিত হয়?

রাশিচক্র অনুসারে, বৃহস্পতি, সূর্য, এবং চাঁদের অবস্থানের উপর নির্ভর করে তারিখ ঠিক করা হয়। বিশ্বাস করা হয়, এই সময়গুলোতে মহাজাগতিক শক্তির দ্বারা নদীগুলি প্রভাবিত হয়। মহাকুম্ভ মেলায় স্নান করলে পাপ থেকে মুক্তি মেলে বলেই মানেন হিন্দুরা।    

POST A COMMENT
Advertisement