Ganesh Chaturthi: গণেশ চতুর্থীতে চাঁদ দেখলে এই বিরাট ক্ষতি হতে পারে? পৌরাণিক কাহিনি জানুন

একবার ভগবান গণেশ তাঁর প্রিয় মিষ্টি খাচ্ছিলেন। তখন চন্দ্র দেব পাশ দিয়ে যাচ্ছিলেন, তাঁকে দেখে তাঁকে উপহাস করতে শুরু করলেন। চন্দ্র দেব তাঁর সৌন্দর্য ও রূপের অহংকারে এটি করেছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে ভগবান গণেশ চন্দ্র দেবকে অভিশাপ দিয়েছিলেন যে তাঁর রূপ ও তেজ ধ্বংস হয়ে যাবে।

Advertisement
গণেশ চতুর্থীতে চাঁদ দেখলে এই বিরাট ক্ষতি হতে পারে? পৌরাণিক কাহিনি জানুনগণেশ চতুর্থীতে চাঁদ দেখলে এই বিরাট ক্ষতি হতে পারে? পৌরাণিক কাহিনি জানুন
হাইলাইটস
  • গণেশ চতুর্থীতে চন্দ্রাস্তের সময় রাত ৮টা ৫৫ মিনিট পর্যন্ত
  • যারা ২৭ অগাস্ট সন্ধ্যায় বা রাতে ঘর থেকে বের হন, তাঁদের রাতে চাঁদ দেখা এড়িয়ে চলা উচিত

বুধবার দেশজুড়ে মহা ধুমধামের মধ্যে দিয়ে গণেশ চতুর্থীর মহা উৎসব পালিত হচ্ছে। গণেশ চতুর্থীতে যেখানে ভগবান গণেশের পুজোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, এই দিনে চন্দ্র দর্শন নিষিদ্ধ বলে মনে করা হয়। বলা হয় যে, ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে চাঁদ দেখা অশুভ। কিংবদন্তি অনুসারে, এই দিনে চাঁদ দেখা গেলে ব্যক্তির উপর মিথ্যা অভিযোগ বা মিথ্যাচার হতে পারে। ব্যক্তির ভাবমূর্তি কলঙ্কিত হতে পারে। এর পিছনে একটি পৌরাণিক কাহিনিও উল্লেখ করা হয়েছে।

একবার ভগবান গণেশ তাঁর প্রিয় মিষ্টি খাচ্ছিলেন। তখন চন্দ্র দেব পাশ দিয়ে যাচ্ছিলেন, তাঁকে দেখে তাঁকে উপহাস করতে শুরু করলেন। চন্দ্র দেব তাঁর সৌন্দর্য ও রূপের অহংকারে এটি করেছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে ভগবান গণেশ চন্দ্র দেবকে অভিশাপ দিয়েছিলেন যে তাঁর রূপ ও তেজ ধ্বংস হয়ে যাবে। আর যে কেউ তাঁকে এই রূপে দেখবে সেও কলঙ্কিত হবে। অভিশাপের কারণে চাঁদ তাঁর তেজ হারিয়ে ফেলেছিলেন।

অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই চাঁদের সমস্ত পর্যায় দুর্বল হয়ে পড়ে এবং তাঁর তেজ শেষ হতে শুরু করে। তখন চন্দ্র তাঁর ভুল বুঝতে পেরে ভগবান গণেশের কাছে ক্ষমা চেয়ে প্রার্থনা করেন। তারপর তাঁর ভক্তি ও অনুতাপে সন্তুষ্ট হয়ে গণেশ বলেন যে এই অভিশাপ সম্পূর্ণরূপে ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। তবে তা কম করা যেতে পারে।

অভিশাপ কমিয়ে গণেশ বলেন যে চাঁদ দেখে কলঙ্কিত হওয়ার অভিশাপ কেবল ভাদ্র শুক্লা চতুর্থীতেই প্রযোজ্য হবে। বলা হয় যে সেই দিন থেকে ভাদ্র শুক্লা চতুর্থীতে চাঁদ দেখা নিষিদ্ধ বলে বিবেচিত হয়ে আসছে। এই দিনটিকে কলঙ্ক চৌথ বা কলঙ্ক চতুর্থীও বলা হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে, যদি কেউ ভুল করে বিনায়ক চতুর্থীতে চাঁদ দেখে ফেলেন, তাহলে "শ্রীমদ্ভাগবত"-এ বর্ণিত শ্রীকৃষ্ণের শ্যামান্তক মণি কাহিনি পাঠ করা বা শোনা উচিত। এই কাহিনি শুনে বা বর্ণনা করে চাঁদ দেখার ফলে সৃষ্ট কলঙ্কের প্রভাব দূর হয়। এ ছাড়া, কেউ কেউ এই দিনে গণেশের মন্ত্রও জপ করেন।

Advertisement

গণেশ চতুর্থীতে চাঁদ কতক্ষণ পর্যন্ত দৃশ্যমান হবে?

গণেশ চতুর্থীতে চন্দ্রাস্তের সময় রাত ৮টা ৫৫ মিনিট পর্যন্ত বলা হচ্ছে। জ্যোতিষীরা পরামর্শ দিচ্ছেন যে, যারা ২৭ অগাস্ট সন্ধ্যায় বা রাতে ঘর থেকে বের হন, তাঁদের রাতে চাঁদ দেখা এড়িয়ে চলা উচিত।

POST A COMMENT
Advertisement