Advertisement

Kashi Vishwanath Temple: বাংলার মুকুটে সজ্জিত শিব-পার্বতীকে নিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে শোভাযাত্রা

রঙ্গভরী একাদশী উপলক্ষে বারাণসীতে শুরু হওয়া বিশাল শোভাযাত্রাটি বুধবার ভগবান শিব ও দেবী পার্বতীর রূপোর মূর্তি নিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে পৌঁছায়। বাংলা থেকে আগত বিশেষ মুকুট দিয়ে সজ্জিত মূর্তিগুলি কাশী বিশ্বনাথ মন্দিরে পৌঁছানোর জন্য শোভাযাত্রা করে যায়। ভক্তরা ভগবান শিব এবং দেবী পার্বতীর মূর্তির সঙ্গে হোলি খেলতে দেখা যায়।

Advertisement
POST A COMMENT