Advertisement

Durga Puja 2023: আগামীর বাংলা কেমন? মণ্ডপে ফুটিয়ে তুলেছে বাবুবাগান সর্বজনীন, দেখুন

কলকাতার দুর্গাপুজো মানেই থিমের লড়াই। এবার সেই কলকাতা অর্থাৎ তিলোত্তমাকেই নিজেদের থিমে ফুটিয়ে তুলল বাবুবাগান সর্বজনীন দুর্গোৎসব। তাদের এবারের থিম 'আগামীর বাংলা'। দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে যেমন মণ্ডপে ঢুকতে হবে, তেমনি মণ্ডপের ভেতরে রয়েছে ইকোপার্ক, শহীদ মিনার, হাতে টানা রিকশা, বিশ্ব বাংলা গেট থেকে শুরু করে কলকাতার বহু দ্রষ্টব্য। মণ্ডপসজ্জার মধ্য দিয়ে থাকছে দূষণমুক্ত শহর এবং সবুজায়নের বার্তা।

Advertisement
POST A COMMENT