Advertisement

Durga Puja 2023: চিরসবুজ একডালিয়া এভারগ্রিন, ৮১ বছরে রাজস্থানের জৈন মন্দিরে ভিড়

থিমের লড়াইতে হয়তো পিছিয়ে, কিন্তু আজও সাবেকিয়ানার কথা বললে কলকাতার যে দুর্গাপুজোর কথা সবার আগে মনে পড়ে তা হল একডালিয়া এভারগ্রিন। ৮১ তম বর্ষে রাজস্থানের জৈন মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। সাবেকি প্রতিমা, ঝাড়, মণ্ডপসজ্জা সবমিলিয়ে চিরসবুজ একডালিয়া এভারগ্রিন এবারেও হয়ে উঠেছে দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

Advertisement
POST A COMMENT