Advertisement

Governor C V Ananda Bose: দুর্গাপুজো সবাইকে একত্রিত করে, সেটাই সবথেকে বড় প্রাপ্তি : রাজ্যপাল

একডালিয়া এভারগ্রিনের পুজো পরিদর্শন করলেন রাজ্যপাল সি.ভি আনন্দ বোস। সেখান থেকে যান কুমোরটুলি। মৃৎশিল্পীদের সঙ্গে কথাও বলেন রাজ্যপাল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'দুর্গাপুজোর আলাদা বৈচিত্র আছে। এই উৎসবে সব মানুষ একত্রিত হন। এটাই বড় প্রাপ্তি।' রাজ্যপাল হিসেবে এই প্রথম কলকাতায় দুর্গাপুজো দেখলেও এর আগেও তিনি পুজোর সময় এই বাংলায় ছিলেন। এখানকার পুজো সম্পর্কে তিনি অবহিত।

Advertisement
POST A COMMENT