প্রতিবছর রামচন্দ্রপুরের এলাচি মিলন সংঘ দুর্গা পুজোয় আলাদা কিছু করে চমক দেয় দর্শনার্থীদের। কলকাতার অনেক পুজোকে টেক্কা দেয় মিলন সংঘের দুর্গা পুজোর থিম। এবার মণ্ডপে সত্যজিৎ রায়। থিম 'মহারাজা তোমারে সেলাম'। দেখুন ভিডিও।