কৃষ্ণনগরের ঘূর্ণির বাসিন্দা পটচিত্র শিল্পী রেবা পাল পট বা কাপড়ের উপর ছবি এবং প্রতিমার চালচিত্র এঁকে ইতিমধ্যেই বিশ্বজোড়া নাম করেছেন। তাঁর শিল্পে তিনি লিভিং লেজেন্ড বা জীবন্ত কিংবদন্তি। কারণ ৮২ বছর বয়সেও তিনি অবলীলায় শিল্পকর্ম সৃষ্টি করে চলেছেন প্রতিনিয়ত। গত ৬০ বছর ধরে একদিনের জন্যও থামেনি তাঁর হাতের রং তুলি। শিল্পীর জীবন খুব মসৃন নয়। স্বামীহারা হওয়ার পর আরো কঠিন হয়ে পড়ে শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া। মহীয়সী নারী হাল ছাড়েন নি। দেবী দুর্গা দশভূজা হিসেবে মণ্ডপে পূজিতা হবেন। সেই মণ্ডপে বাস্তবের মহীয়সী দশভূজা রেবা পালের জয়গাঁথা রচনা করেছেন আরেক শিল্পী এবং এই পুজোর থিম মেকার প্রবীর সাহা। এক শিল্পী কে অন্য শিল্পীর এই শ্রদ্ধা এবং সম্মানের এক জলজ্যান্ত কোলাজ হয়ে সবাইকে মুগ্ধ করতে তৈরি নিউ টাউন সি এ ব্লক সর্বজনীন দুর্গোৎসব।