এই গরমে ফ্রিজের ঠান্ডা জল অথবা এসি চালিয়ে ঘর ঠান্ডা করা, খুবই সাধারণ আজকালকার দিনে। কিন্তু আজ থেকে ৫০-৬০ বছর আগে কী হতো ? ভেবে দেখেছেন ? স্বাস্থ্যকর উপায়ে মাটির হাড়ি কিংবা মাটির কলসিতে জল রাখা হতো ঠান্ডা রাখার জন্য। আর ঘর ঠান্ডা রাখার জন্য ঘরের চারিদিকে বসানো হতো জলের পরিখা। যা বর্তমান টেকনোলজির যুগে হারিয়ে গিয়েছে। এইসব হারিয়ে যাওয়া অভ্যাসেরই কিছু ঝলক এবার দেখা যাবে সল্টলেক ইসি ব্লক রেসিডেন্স অ্যাসোসিয়েশনের পুজোতে। ৪৯ তম বর্ষে এবার তাদের থিম 'নীর'। এসব পুরনো অভ্যেসগুলি মানুষকে আরেকবার মনে করিয়ে দিতে পরিবেশবান্ধব উপকরণ দিয়ে সৃজনশীল মন্ডপ তৈরি করছেন শিল্পী। মাটির হাড়ি, মাটির ঘড়া, মাটির কলসি এবং মাটির সরা দিয়ে তৈরি হচ্ছে সুন্দর সৃজনশীল এক মন্ডপ।