নারী ও প্রকৃতির অপরূপ মেলবন্ধন শিল্পী রামকিঙ্কর বেইজের ভাস্কর্য 'সুজাতা'। এবার সেই শিল্পকর্মই ফুটে উঠছে উল্টোডাঙ্গা সংগ্রামীর দুর্গাপুজো মন্ডপে। ৬৩ তম বর্ষে এবার উল্টোডাঙ্গার সংগ্রামীর থিম 'সত্তা'। একদিকে প্রকৃতি, আরেকদিকে নারী। যেন একই সত্তায় ভিন্ন রূপ। যেভাবে একটি ছোট্ট চারা থেকে বৃক্ষ হলেও শিকড়কে অস্বীকার করা যায় না, ঠিক তেমনভাবেই গর্ভস্থ সন্তান জন্ম নিয়ে বড় হলেও নিজের শিকড় অর্থাৎ মাকে অস্বীকার করতে পারেন না। এই শিকড়ের টান ও তার সত্তাকেই শিল্পের মাধ্যমে এই পুজো মন্ডপে তুলে ধরবেন শিল্পী।