Advertisement

খবরের কাগজের প্যান্ডেল, পুজোয় চমক দিতে প্রস্তুত LakeTown Sreepally Welfare Association

খবরের কাগজ। সংবাদ জানার জন্য এক সময় খবরের কাগজই ছিল একমাত্র মাধ্যম। কিন্তু সময় বদলেছে। ইন্টারনেটের দখলে গোটা দুনিয়া। তার প্রভাব পড়েছে খবরের মাধ্যমেও। সময়ের চাহিদা অনুযায়ী কমেছে কাগজের চল। এখন মোবাইলে খবর দেখে নেয় সাধারণ মানুষ। কিন্তু এই পরিবর্তন তো একদিনে আসেনি। সময় লেগেছে। আর সেই বিবর্তনকে দুর্গাপুজোর থিম করছে লেকটাউন শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এবারের তাদের থিম 'নবীকরণ'। মণ্ডপ তৈরি করা হচ্ছে খবরের কাগজ দিয়েই।

Advertisement
POST A COMMENT