Advertisement

Laxmi Puja 2023-Charida Village: প্রতিমা তৈরি করলেও দেখা নেই ক্রেতার, মুখভার মুখোশ গ্রামের

নামেই লক্ষ্মীপুজো, এদিকে দেখা নেই লক্ষ্মীর। তাই মুখ ভার বাংলার মুখোশ গ্রাম অর্থাৎ পুরুলিয়ার চড়িদার মৃৎ শিল্পীদের। এক কথায় লক্ষ্মীর বাজার মন্দা বলেই জানাচ্ছেন তারা। লক্ষ্মী লাভের আশায় লক্ষ্মীর মূর্তিতে রঙ চড়ালেও পুজোর দিনে হতাশা শিল্পীদের মুখ-চোখে। চড়িদার প্রায় ৭০ থেকে ৮০টি পরিবার এই পেশার সঙ্গে যুক্ত। প্রতিবছরের মত এ বছরও পসরা সাজিয়ে বসেছেন তারা। কিন্তু দেখা নেই ক্রেতার।

Advertisement
POST A COMMENT