Advertisement

Goru Khutan 2023: গরুখোঁটানে মাতলেন আদিবাসীরা, জানেন কেমন হয় এই পরব?

কথায় আছে বাংলায় বারো মাসে তেরো পার্বন। বাদনা পরব উৎসবে মাতলেন পশ্চিম মেদিনীপুরের কেশপুরের আদিবাসীরা। কালীপুজোর পরে এই উৎসব পালিত হয়। আদিবাসী সম্প্রদায়ের মানুষরা ধামসা মাদল বাজিয়ে নাচের তালে এই উৎসব পালন করে। এই উৎসবে অন্যতম আকষর্ণ গরু খোটান। প্রথমে গরুকে পুজো করা হয়। এরপর গরুকে খুঁটিতে বেঁধে রাখা হয়। তার চারপাশে সবাই গরুর সামনে একটি চামড়া বা কাপড়ের টুকরো নাচিয়ে বিরক্ত করা হয়। এই পরব দেখতে দূরদূরান্ত থেকে মানুষ দেখতে আসে।

Advertisement
POST A COMMENT