বর্তমানে সকলেই নিজেকে ফ্যাশনেবল রাখতে চান। আর সেই জন্যে নিত্য নতুন জিনিস চেষ্টা করেন নিজেদের ওপর।
তবে জানেন কি জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, ফ্যাশনের তাগিদে অজান্তে কোনও ভুল কিছু ব্যবহার করলে তা আমাদের জীবনে খুব খারাপ প্রভাব ফেলে।
সকলেরই জানা যে, গ্রহের গুরুত্ব মানুষের জীবনের সঙ্গে অনেক বেশি। এমনকি যে কোনও ভালো-মন্দের জন্যে আমরা গ্রহকেই দায়ী করি।
ভুল ফ্যাশন আমাদের ভাগ্য বদলে দেয়, বলেই মনে করেন পণ্ডিত শৈলেন্দ্র পান্ডে। জেনে নিন কী পরামর্শ দিচ্ছেন তিনি।
রঙিন জুতো
পণ্ডিত শৈলেন্দ্র পান্ডের মতে, আমাদের শরীরের এক একটা অঙ্গ, এক একটা গ্রহকে প্রতিনিধিত্ব করে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, পায়ে থাকে শনি।
শনি এবং রাহু জুতোর সঙ্গে সম্পর্ক যুক্ত। যাঁদের শনি ও রাহু ওপরে থাকে, তাঁদের জুতোর ব্যবসা খুব ভালো চলে। তাই পায়ে কালো, নীল কিংবা বাদামী জুতো পরাই শুভ।
লাল জুতো
তবে আপনি যদি ফ্যাশনের জন্যে রঙিন জুতো পরতে চান, তাহলে অবশ্যই মাথায় রাখবেন কিছু কথা। যদি আপনার মঙ্গল গ্রহ খারাপ হয়, তাহলে লাল জুতো পরা আপনার জন্যে খুবই ক্ষতিকারক। এর ফলে আপনার জীবনে ধেয়ে আসতে পারে ঘোর বিপদ।
হলুদ বা সাদা জুতো
যদি আপনার চন্দ্র খারাপ থাকে তাহলে সাদা জুতো এড়িয়ে চলুন। আবার মনে করা হয়, হলুদ ' বৃহস্পতি'-কে বোঝায়। সেই সঙ্গে হিন্দু ধর্ম অনুযায়ী হলুদ রঙকে শুভ বলে মনে করা হয়। তাই পায়ে হলুদ জুতো পরা একদম ভালো না। এমনকি সেজন্যেই সোনালী রঙের নুপুর পরলে জীবনে নানা বাঁধা, বিপত্তি ও অর্থনৈতিক সংকট আসে।
ট্যাটু
এখন শরীরের বিভিন্ন অংশে ট্যাটু করা ফ্যাশন। সেই সঙ্গে মনে করা হয় শরীরের প্রতিটা চিহ্নের কোনও না কোনও অর্থ আছে। যেরকম কোনও ব্যক্তির ডান হাতের তালুতে তিল থাকলে বলা হয়, সে ধণী হবে। সেরকমই ট্যাটুও আমাদের জীবনে প্রভাব ফেলে।