scorecardresearch
 
Advertisement
ধর্ম

মৃত প্রিয়জনদের স্বপ্নে দেখা কিসের সংকেত? জেনে নিন

স্বপ্ন
  • 1/9

স্বপ্ন নিয়ে সারা বিশ্বে কৌতুহলের শেষ নেই। স্বপ্ন দ্বিতীয় কোনও জগতের কোনও খোলা জানালার মতো। বেশিরভাগ ক্ষেত্রেই কেন স্বপ্ন দেখেন তার কোনও ব্যাখ্যা মেলে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্বপ্ন দেখার কারণ এবং অর্থ দুটোই খুব স্পষ্ট হয়ে ওঠে। স্বপ্ন সেই ব্যক্তির সম্পর্কেও নানা তথ্য তুলে ধরে।

স্বপ্ন
  • 2/9

মৃত প্রিয়জনকে স্বপ্ন দেখার কারণ: অনেকেই হারানো প্রিয়জনকে স্বপ্ন দেখেন। এটা বলা হয়ে থাকে যে মৃতরা জীবিতদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন না। তাই স্বপ্নের মাধ্যমে তাঁরা প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। যখন মানবদেহের বেশিরভাগ ইন্দ্রিয় নিষ্ক্রিয় থাকে।

স্বপ্ন
  • 3/9

মনোবৈজ্ঞানিক কারণ: অনেক সময় কিছু জমে থাকা স্মৃতির কারণে মৃত ব্যক্তিদের আমরা স্বপ্নে দেখি। এঁদের স্বপ্নে দেখা দুঃখ এবং প্রায়শ্চিত্তের মতো ভাবনা ব্যক্ত করে। অনেক ক্ষেত্রে দেখা যায়, অসময়ে বা অস্বাভাবিক কারণে মৃত ব্যক্তিরা স্বপ্নে আসেন এবং দেখা যায় তাঁদের অন্তিম ক্রিয়াকর্ম সঠিক ভাবে করা হয়নি। এঁদের স্বপ্নে দেখা অর্থ শেষকৃত্য ভালো ভাবে করার একটা সংকেত হিসাবে ধরা হয়।

Advertisement
স্বপ্ন
  • 4/9

আধ্যাত্মিক কারণ: এর আধ্যাত্মিক কারণও রয়েছে। অসময়ে চলে যাওয়া ব্যক্তিরা নিজেদের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারেন না। এ ক্ষেত্রে তাঁরা স্বপ্নে এসে আপনার কাছে সাহায্য চান। এটা তারই সংকেত।

স্বপ্ন
  • 5/9

কী ভাবে বুঝবেন স্বপ্নের সংকেত: প্রথমেই জেনে রাখুন, মৃত প্রিয়জনকে স্বপ্নে দেখা খারাপ কিছু নয়। যদি আপনার ভীষণ কাছের কেউ চলে গিয়ে থাকেন সে ক্ষেত্রে তাঁকে মনে করা কোনও অস্বাভাবিক কিছু নয়। যদিও একই স্বপ্ন বা বারবার দেখা অর্থ এটাই যে মৃত ব্যক্তি আপনার সঙ্গে প্রায়ই সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন।

স্বপ্ন
  • 6/9

অসময়ে মৃত্যু: বয়স জনিত কারণে বা দীর্ঘ রোগভোগের কারণে মৃতদের ক্ষেত্রে এখটা মানসিক প্রস্তুতি থাকে। কিন্তু যাঁরা হঠাৎ কোনও দুর্ঘটনা বা হত্যার কারণে চলে যান, তাঁধের আত্মার সহজে মুক্তিলাভ হয় না। তাঁরা অনেক সময় স্বপ্নের মাধ্যমে প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন।

স্বপ্ন
  • 7/9

আপনি যে ভাবে সাহায্য করতে পারেন: এ সব ব্যক্তিরা স্বপ্নে এ জন্যেই আসেন কারণ তাঁরা জীবন-মৃত্যুর চক্র ভেঙে বেরতে পারেন না। অনেক সময় এঁদের সাহায্য করা সম্ভব হয়ে ওঠে না।

Advertisement
স্বপ্ন
  • 8/9

স্বপ্নে দেখা দুশ্চিন্তার কারণ নয়: বেশিরভাগ ক্ষেত্রে মৃতদের স্বপ্নে দেখা অশুভ বা দুশ্চিন্তার মনে করা হয় না। এর অর্থ এই যে, তাঁরা আপনাকে মনে করছেন বা আপনার মনে তাঁর স্মৃতি এখনও সজাগ রয়েছে। যদি কখনও এঁদের সঙ্গে স্বপ্নে কথা বলার সুযোগ হয়, তা হলে তাঁদের নিজেদের জগতে এগিয়ে যৈওয়ার পরামর্শ দিন। তাঁদের জন্য শুভ কামনা করুন।

স্বপ্ন
  • 9/9

এ ক্ষেত্রে কোনও ধার্মিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা এ সব কাটিয়ে উঠতে পারি।

Advertisement